দারুণ জয়ে বিসিএল শুরু চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথম রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসরের নিজেদের প্রথম জয় তুলে নিল বিসিবি দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের ঝড়ো ফিফটিতে বড় জয় নিয়ে মাঠে ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নিজেদের ১ম ইনিংসে ২৬০ রানে থামে পূর্বাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান আসে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক ইমরুল কায়েস করেন ৪৬ রান। অন্যদিকে দক্ষিণাঞ্চলের হয়ে ৫ টি করে উইকেট শিকার করে নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান।
জবাবে ব্যাট করতে নেমে জাকির হাসানের ১৫৮ রানের ইনিংসের উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৪২৯ রানের সংগ্রহ পায় দক্ষিণাঞ্চল। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৮৮ রান। এছাড়া বোলিংয়ের সাথে সাথে ব্যাট হাতেও চমক দেখান নাসুম আহমেদ। শেষ দিকে তার অর্ধশতকে কল্যাণে ১৬৯ রানের বড় লিড পায় দক্ষিণাঞ্চল।
এরপর প্রথম ইনিংসে ২৬০ রান করা পূর্বাঞ্চলকে এবারও ২৫৭ রানে থামিয়ে দেয় দক্ষিণাঞ্চল। ইমরুল-আশরাফুলের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হলেও মেহেদী-নাসুমের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইমরুল কায়েসর দল। এরপর মাত্র ৯০ রানে ৪ উইকেট হারানো চাপে পড়া পূর্বাঞ্চলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব। শেষ পযর্ন্ত আফিফের ৮৬ রানের উপর ভর করে ২৫৭ রানে থামে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংস।
নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৯ রানে লক্ষ্য ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বিসিবি দক্ষিণাঞ্চল। যদি শেষ দিকে তৌহিদ হৃদয়ের ঝড়ো ফিকটিতে মাত্র ২২ ওভারেই জয় নিশ্চিত করে দক্ষিণাঞ্চল। ৭ চার ও এক ছক্কায় ৬০ বলে ৫৪ রান করেন তিনি।
স্কোর:
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ২৬০/১০ আশরাফুল ৬১, ইমরুল ৪৬;
মেহেদী ৫/৮১, নাসুম ৫/৯৬
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪২৯/১০ জাকির ১৫৮, বিজয় ৮৮, নাসুম ৫৯, ফরহাদ ৩৮, মেহেদী ৩২;
এনামুল ৩/৬৯, আশরাফুল ৩/৮২, নাঈম ৩/১২৭
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ২৫৭/১০(৫৩ ওভার) আফিফ ৮৬, ইমরুল ৩৯, আশরাফুল ২৫; নাহিদুল ৪/৩০, মেহেদী ২/৪৭, নাসুম ২/৬৫
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: ৯০/২ (২১.৩ ওভার) হৃদয় ৫৪, অমিত ১৯, বিজয় ১১, পিনাক ২;
রাজা ২/১৬