দ. অফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগ্রেসদের
নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন ৫০ ওভারের নারী বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হওয়ায় সব দলের সঙ্গেই ম্যাচ খেলার সুযোগ পাবে প্রথমবার নারী বিশ্বকাপে জায়গা করে নেয়া বাংলাদেশ প্রমিলা দল।
২০২২ সালের মার্চে বসবে নারী বিশ্বকাপের ১২ তম আসর। ৪ মার্চ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। তবে টাইগ্রেসরা প্রথম মাঠে নামবে ৫ মার্চ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
৭,১৪,১৮,২২,২৫ ও ২৭ তারিখ বিশ্বকাপের বাকি ম্যাচ গুলোতে মাঠে নামবে নিগারের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল।
যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সুযোগ পাবে সেমিফাইনাল খেলার। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে হবে নারী বিশ্বকাপের ফাইনাল খেলা।
বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের সূচি:
৫ মার্চ ২০২২ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (ডানেডিন)
৭ মার্চ ২০২২ বাংলাদেশ – নিউজিল্যান্ড (ডানেডিন)
১৪ মার্চ ২০২২ বাংলাদেশ – পাকিস্তান (হ্যামিল্টন)
১৮ মার্চ ২০২২ বাংলাদেশ – ওয়েস্ট ইন্ডিজ (বে-ওভাল)
২২ মার্চ ২০২২ বাংলাদেশ – ভারত (হ্যামিল্টন)
২৫ মার্চ ২০২২ বাংলাদেশ – অস্ট্রেলিয়া (ওয়েলিংটন)
২৭ মার্চ ২০২২ বাংলাদেশ – ইংল্যান্ড (ওয়েলিংটন)