এবারের বিপিএলে কে কত পাবেন
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে যাচ্ছে আর মাত্র কিছুদিন পরই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুর্নামেন্ট শুরু হবার সময় জানিয়ে দেয়া হয়েছিল আগেই, এবার জানা গেল ক্রিকেটারদের থেকে শুরু করে টিম স্টাফদের পারিশ্রমিকের পরিমাণ।
বিপিএলের অষ্টম আসর আগামী বছরের ২১ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হবে ২৯ ফেব্রুয়ারিতে। সেই লক্ষ্যে টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার জন্য ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছে ক্রিকেট বোর্ড।
৬ দলের এবারের বিপিএলে দেশীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ লাখ। বিদেশীদের সর্বোচ্চ ধরা হয়েছে ৭৫ হাজার ডলার যা টাকার হিসেবে প্রায় ৬৫ লাখ। হেড কোচের পারিশ্রমিক ধরা হয়েছে ১০ লাখ।
এক নজরে পারিশ্রমিক :
বাংলাদেশি খেলোয়াড় :
এ+ : ৭০ লাখ
এ: ৪০ লাখ
বি: ২৫ লাখ
সি: ১৮ লাখ
ডি: ১২ লাখ
ই: ৫ লাখ
বিদেশি খেলোয়াড় :
এ+: ৭৫ হাজার ডলার
এ: ৫০ হাজার ডলার
বি: ৪০ হাজার ডলার
সি: ৩০ হাজার ডলার
ডি: ২০ হাজার ডলার
টিম স্টাফ:
হেড কোচ: ১০ লাখ টাকা
ম্যানেজার: ৩ লাখ টাকা
সহ.কোচ: ২.৫০ লাখ
ফিজিও: ২ লাখ
ট্রেনার: ২ লাখ
অ্যানালিস্ট: ২ লাখ
লজিস্টিক: ১ লাখ
টিম বয়: ৩০ হাজার
দৈনিক ভাতা : ৪ হাজার
টিম বয় ভাতা(দৈনিক) :১.৫০০ হাজার
নেট বোলার :৭০০