ভারতীয় যুবাদের হারিয়ে চ্যাম্পিয়ন জুনিয়র টাইগাররা
ভারতে তিনদলের ওয়ানডে সিরিজের ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৮২ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ক্ষুধে টাইগারদের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
ইডেন গার্ডেনে বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। ১৫ রানে ৪ উইকেট হারানোর পর শরণ ও তাম্বে উইকেটে কিছুটা স্থির হবার চেষ্টা করেন। তবে তাদের ৩৩ রানের জুটির পর আর দাড়াতেই পারেনি ভারতীয় যুবারা। শেষ পর্যন্ত ২১.৩ ওভারে ৫৩ রানেই গুটিয়ে যায় তারা।
টাইগার স্পিনার নয়ন নিয়েছেন ১৬ রানে ৪ উইকেট, পেসার আশিক ও অধিনায়ক মেহেরাব নিয়েছেন ২ টি করে উইকেট।
এর আগে টসে হেরে নির্ধারিত ৪২ ওভারে ২৩৪ রান করে ম্যাচের ২ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় জুনিয়র টাইগাররা। ওপেনার, মিডল অর্ডারের ব্যাটারদের ব্যার্থতায় ১১৭ রানে ৭ টি উইকেট হারিয়ে বিপদে পড়তেছিলো বাংলাদেশ দল। সেখান থেকে আশিকুর জামানকে নিয়ে আইচ মোল্লার ৯৪ রানের জুটি। অর্ধশতক তুলে নিয়েছেন আশিক, ৫ চারের সাথে হাঁকিয়েছেন ২টি ছক্কা। আইচ মোল্লা সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতেই রান আউট হন । শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোরবোর্ডে দাড়ায় ২৩৪ রান।
এক নজরে স্কোরবোর্ড:
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯:
৪১.৪ ওভারে ২৩৪/১০ (আইচ মোল্লাহ-৯৩ , আশিকুর-৫০, প্রান্তিক-২৮, ইফতি-১৭, ফাহিম-১৪; ধানুশ-৩/৬২)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল:
২১.৩ ওভারে ৫৩/১০ (উদয় ২৬, কৌশল ১১; নয়ন ৪/১৬, আশিকুর ২/৮)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৮১ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন।