খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪

কোচ জাভির প্রথম হারের দিনে শীর্ষে উঠলো রিয়াল

0

সুসংবাদ আর দুঃসংবাদের মিশেলে কেটেছে ফুটবলের শনিবার রাতটা। বার্সা কোচ জাভির প্রথম হার, চেলসির বিপক্ষে ওয়েস্ট হামের রোমাঞ্চকর জয়, মেসিদের চিরচেনা ড্র আর রিয়ালের শীর্ষ স্থান অরক্ষিত রাখা।

গতরাতে লা লিগায় প্রথম হারের স্বাদ পেলো বার্সা কোচ জাভি হার্নান্দেজ। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে  ১-০ গোলে তার দল হেরে গেছে রিয়াল বেতিসের কাছে। ম্যাচের একেবারে শেষ দিকে এসে রিয়াল বেটিসের হয়ে একমাত্র জয়ের গোলটি করেন হুয়ানমি। ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখেও ফিনিশিং দূর্বলতায় ধুঁকতে হয়েছে বার্সাকে। এই পরাজয়ের পর ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগায় টেবিলের সাতে আছে স্প্যানিশ জায়ান্টরা।

রাতের অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ তে রিয়াল মাদ্রিদ জিতে নিয়ে লিগের শীর্ষ স্থানটা ধরে রাখলো। সোসিয়েদাদের মাঠ অ্যানোয়েতাতে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিয়াস জুনিয়র ও সার্বিয়ান ফরওয়ার্ড জভিচ ঝলক দেখিয়ে জয় এনে দিলো রিয়াল মাদ্রিদকে। এর ফলে ১৬ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচলত্তির শিষ্যরা।

আনচেলত্তির শিষ্যরা ২-০ জয় নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো।

 

চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের পর গতরাতে চেলসিকেও ৩-২ এ হারিয়ে জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট হাম। একে তো লিগের শীর্ষে থাকা দল চেলসি আবার লন্ডনেরই ক্লাব। তাদের বিপক্ষে জয়ে ডেভিড মায়োসের ছাত্রদের আনন্দটা একটু বেশিই ছিলো। ম্যাচে ৬৪ শতাংশ বল দখল, শট সংখ্যায় এগিয়ে রেখেও হারতে হলো চেলসিকে। এ নিয়ে শীর্ষ স্থান হারানোর শঙ্কা নিয়ে তৃতীয় স্থানে নেমে যাওয়ার সম্ভাবনা ও আছে তাদের টুখেলের দলের।

ওয়েস্ট হামের ঝলকানিতে চেলসির জালে ভরে ৩ গোল।

 

রাতের শেষ ম্যাচে স্বাগতিক লেঁসের বিপক্ষে মাঠে নামে পিএসজি। তাদের সাথে কোনমতে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে পাচেত্তিনো শিষ্যরা। চোটে নেইমার দলের বাইরে থাকায় ও এমবাপ্পেকে বেঞ্চে রেখে শুরুতে চমকে দিয়েছিলেন পিএসজি কোচ। শেষ পর্যন্ত তার সহযোগিতায় জর্জিনিও ওয়াইনাল্ডাম এর পায়ে থেকে আসে হার এড়ানো গোলটি। এই ড্রয়ের ফলেও পিএসজি আছে লিগের শীর্ষেই। ১৭ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট অর্জন করেছে পচেত্তিনোর দল।

এক নজরে ফলাফল:

বার্সা (০) – (১) রিয়াল বেতিস
রিয়াল মাদ্রিদ (২) -(০) সোসিয়েদাদ
চেলসি (২) -(৩) ওয়েস্ট হাম
লেঁস (১)- (১) পিএসজি

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy