দশে দশ, বিরল ইতিহাস গড়লেন প্যাটেল
অনিল কুম্বলে ও জিম লেকারের পর ইতিহাসের পাতায় এজাজ প্যাটেল। টেস্টে এক ইনিংসের ১০ উইকেটের সবকটি নেওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়লেন ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার।
ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্টের প্রথম ইনিংসে ৪৭.৫ ওভার বোলিং করে ১১৯ রান খরচায় ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে ‘পারফেক্ট টেন’ এ নিজের লেখালেন নিউজিল্যান্ডের এ বোলার। ১৯৫৬ সালে ইংলিশ অফ স্পিনার জিম লেকার ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে। এরপর ১৯৯৯ সালে দ্ল্লিীতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে দশ উইকেট নিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে।
এজাজের বলে শূন্য রানে আউট হয়েছেন ভারত দলপতি বিরাট কোহলি, চেতশ্বর পুজারা ও রবিচন্দ্রন অশ্বিন। যদি এজাজের ইতিহাসগড়ার দিনে মায়াঙ্কের অনবদ্য ১৫০ রানের ইনিংসের উপর ভর করে ভারতের ইনিংস থামে ৩২৫ রানে। ভারতের ইনিংস শেষ হওয়ার পর ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। শেষ খবর পযর্ন্ত ৪ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৭ রান।