সিরিজ খেলতে ভারত যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
২০২২ এর জানুয়ারিতে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতে তিন দলের একটি টুর্নামেন্ট খেলতে যাবে। সিরিজটির জন্য ১৬ সদস্যের পাশাপাশি স্ট্যান্ড বাই ৫ জন কে নিয়ে স্কোয়াড় ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২৩ নভেম্বর) কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে তারা। সেখানে পৌঁছে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন টাইগার যুবারা৷ সিরিজটি ২৯শে নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৭ই ডিসেম্বর।
সিরিজে বাংলাদেশ দল খেলবে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলের বিপক্ষে৷ একে অপরের সাথে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন তারা৷ চারটি ম্যাচ শেষে শীর্ষে থাকা দুই দলকে নিয়ে হবে সিরিজের ফাইনাল ম্যাচ। প্রতিটা ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে৷
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল :
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরজ নাবিল, মেহরব হাসান অহীন, আইচ মোল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, রাকিবুল হাসান, নাঈমুর রহমান, জিশান আলম ও মোহাম্মদ ফাহিম।
স্ট্যান্ডবাই: সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, গোলাম কিবরিয়া ও তৌহিদুল ইসলাম।