দলে দুই নতুন মুখ নিয়ে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতার টি-টোয়েন্টি সিরিজের পর আগামী শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে স্বাগতিক বাংলাদেশ দল। ইতিমধ্যেই দলে দুই নতুন মুখ নিয়ে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইঞ্জুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করা সাকিব আল হাসান স্কোয়াডে থাকলেও ফিটনেস নিয়ে রয়েছে সংশয়। মুমিনুল হক কে অধিনায়ক করে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের ব্যাটার মাহমুদুল হাসান জয়। এছাড়া আছেন পেসার রেজাউর রহমান রাজা।
পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোট পাওয়া প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। চলতি বছরের মার্চে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের ১৮ জনের দল থেকে এবার বাদ পড়েছেন চারজন। নেই মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
১৬ সদস্যের টেস্ট স্কোয়াডে আছেন:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াছির আলী রাব্বি, মাহমুদুল ইসলাম জয়, রেজাউর রহমান রেজা, সাকিব আল হাসান।