খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪

অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ঘোষণা আইসিসির

0

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ট্রফি নিয়ে আরব আমিরাত থেকে নিজ দেশে যাওয়ার দিনই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সূচি এবং ভেন্যু ঘোষণা করল আইসিসি। অস্ট্রেলিয়ার ৭ টি মাঠেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

এবারের মতো আগামী বিশ্বকাপেও ম্যাচ হবে ৪৫টি। টুর্নামেন্ট শুরু আগামী ১৬ অক্টোবর এবং ফাইনাল ১৩ নভেম্বর।

অস্ট্রেলিয়ার ৭টি শহরে হবে টি-টোয়েন্টির বিশ্ব আসরের ক্রিকেট উৎসব। শহরগুলো হলো- অ্যাডিলেইড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি।

আগামী বছরের ৯ ও ১০ নভেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেড ওভালে। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।

 

মেলবোর্নে হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল।

 

আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে টুর্নামেন্টের সূচি। টিকিট বিক্রিও শুরু হবে তখন থেকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা দলগুলো আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে। এই দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ভারত ও বাংলাদেশ সরাসরি সুপার টুয়েলভে খেলবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy