অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ঘোষণা আইসিসির
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ট্রফি নিয়ে আরব আমিরাত থেকে নিজ দেশে যাওয়ার দিনই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সূচি এবং ভেন্যু ঘোষণা করল আইসিসি। অস্ট্রেলিয়ার ৭ টি মাঠেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।
এবারের মতো আগামী বিশ্বকাপেও ম্যাচ হবে ৪৫টি। টুর্নামেন্ট শুরু আগামী ১৬ অক্টোবর এবং ফাইনাল ১৩ নভেম্বর।
অস্ট্রেলিয়ার ৭টি শহরে হবে টি-টোয়েন্টির বিশ্ব আসরের ক্রিকেট উৎসব। শহরগুলো হলো- অ্যাডিলেইড, ব্রিজবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি।
আগামী বছরের ৯ ও ১০ নভেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেড ওভালে। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
আগামী জানুয়ারিতে ঘোষণা করা হবে টুর্নামেন্টের সূচি। টিকিট বিক্রিও শুরু হবে তখন থেকে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা দলগুলো আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে। এই দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ভারত ও বাংলাদেশ সরাসরি সুপার টুয়েলভে খেলবে।