সেমিফাইনাল অনিশ্চিত শোয়েব-রিজওয়ানের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল আজ। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তবে বাঁচা মরার এই ম্যাচে বড় একটি দুঃসংবাদ ভর করেছে পাকিস্তান শিবিরে। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান অসুস্থ হয়ে পড়েছেন।
হাই ভোল্টেজ ম্যাচের আগে বুধবার অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে সেই অনুশীলনে উপস্থিত হননি মালিক ও রিজওয়ান । হালকা জ্বরে ভুগায় তারা আসেননি। সেই আশঙ্কা থেকে করোনা পরীক্ষা করা হয়েছে। তবে সেই পরীক্ষায় দুইজনই নেগেটিভ।
দলের চিকিৎসক নাজিব সোমরো তাঁদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাই অনিশ্চয়তা বিরাজ করছে মালিক ও রিজওয়ানের। ম্যাচের আগেই সিদ্ধান্ত হবে তাদের খেলা না খেলা নিয়ে।
মালিক রিজওয়ান খেলতে না পারলে একাদশে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে সরফরাজ আহমেদ এবং ফিনিশার মালিকের জায়গায় তরুণ হায়দার আলীকে একাদশে নিতে পারে ম্যানেজম্যান্ট।
চলতি আসরে মালিক ও রিজওয়ান দুইজনই দারুণ ফর্মে রয়েছেন। পাকিস্তানকে সেমিতে উঠাতে দু’জনের বড় ভূমিকা রয়েছে। বিশ্বকাপ ফাইনালে ওঠার ম্যাচে দুজনকেই পেতে চাইবে পাকিস্তান।