এমবাপ্পের ৫০তম গোল, পিছিয়ে পড়েও জিতল ১০ জনের রিয়াল
রিয়াল মাদ্রিদ ২–১ অলিম্পিক মার্শেই
কিলিয়ান এমবাপ্পের ৫০তম গোলের ম্যাচে, এমবাপ্পের ওভারহেড শট দিয়ে আক্রমণের যে ঝড় তুলল রিয়াল মাদ্রিদ, তা চলল একেবারে শেষ পর্যন্ত। ফিনিশিংয়ের দুর্বলতায় অবশ্য অসংখ্য সুযোগ হারাল তারা।
আচমকা গোল হজম করে পিছিয়েও পড়ল, শেষ দিকে অনেকটা সময় খেলতে হলো একজন কম নিয়ে।
তবে খেই না হারিয়ে প্রত্যাশিত জয়ে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল রেকর্ড চ্যাম্পিয়নরা।
৭ ম্যাচে ৮ গোল, ২ অ্যাসিস্ট—চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স জাতীয় দলের হয়ে কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্স। পরিসংখ্যানই বলে দিচ্ছে, তিনি কতটা দুর্দান্ত ছন্দে আছেন।
এর চেয়েও বড় ব্যাপার, এমবাপ্পের বেশিরভাগ গোলে অবদান ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ব্যবধান গড়ে দিল আজও।
সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পের জোড়া গোলে পিছিয়ে পড়েও অলিম্পিক মার্শেইকে ২–১ ব্যবধানে হারাল রিয়াল।
স্বদেশি ক্লাবকে হতাশায় ডোবাতে ফরাসি তারকা দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে।
ম্যাচের ৮১ মিনিটে জয়সূচক গোলটা আবার রিয়ালের জার্সিতে এমবাপ্পের ৫০তম।
লস ব্লাঙ্কোসের হয়ে নিজেদের ৬৪ ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি, যা ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্রুততম।
২০১০ সালের নভেম্বর রোনালদো রিয়ালের হয়ে ৫০তম গোল করেছিলেন নিজের ৫৪তম ম্যাচে।
অথচ ৭২ মিনিটে নিজের তো বটেই; দলেরও সর্বনাশ ডেকে আনেন দানি কারভাহাল।
মেজাজ হারিয়ে মার্শেইয়ের আর্জেন্টাইন গোলকিপার হেরোনিমো রুয়িকে মাথা দিয়ে সজোরে আঘাত ঢুস মারেন।
রুয়ি সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়লে রিয়াল অধিনায়ক কারভাহালকে লাল কার্ড দেখান বসনিয়ান রেফারি ইরফান পেলিতো।
১০ জনের দলে পরিণত হওয়ার পর রিয়াল বেশ চাপে পড়ে যায়। কিন্তু পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসান এমবাপ্পে।
অবশ্য এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় বইয়ে যাচ্ছে।

