চ্যাম্পিয়নস লিগে যেন নতুন এক রূপকথার জন্ম দিল জুভেন্টাস ও বরুসিয়া ডর্টমুন্ড। মাত্র ৪৪ মিনিটের মধ্যে হয়েছে ৮ গোল; সবকটিই দ্বিতীয়ার্ধে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এর আগে কোনো ম্যাচে বিরতির পর এত গোল হয়নি।
অথচ প্রথমার্ধ গোলখরা কাটার পর কয়জন ভেবেছিলেন, জুভদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়াম দ্বিতীয়ার্ধে এমন রোমাঞ্চের জন্ম দিতে যাচ্ছে!


