লা লিগায় নিজেদের অস্থায়ী ঘরের মাঠে খেলতে নেমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানের জয় তৈরি করেছে বার্সেলোনার নতুন ইতিহাস।
রায়ো ভায়েকানোর বিপক্ষে পয়েন্ট হারানোর ধাক্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল বার্সেলোনা।
কিন্তু কে জানত, সেই ধাক্কা ভেতরে ভেতরে তাতিয়ে দিয়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। যার ঝড়টা গত রাতে গেল ভ্যালেন্সিয়ার ওপর দিয়ে।
বার্সার জয়ে রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া ও ফেরমিন লোপেজ দুটি করে গোল করেছেন।
রাফিনিয়া ও লেভানডফস্কি জোড়া গোল করেছেন বদলি নেমে, যা লিগায় এর আগে কখনোই দেখা যায়নি।
লা লিগার ইতিহাসে এবারই প্রথম একই দলের দুই বদলি খেলোয়াড় এক ম্যাচে দুটি করে গোল করেছেন।


