লা লিগার অনেক দলেরই অভিযোগ, রেফারির কাছ থেকে বরাবরই বেশি সুবিধা পেয়ে থাকে রিয়াল মাদ্রিদ। সেই দলই কিনা এবার রেফারিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে! এমনকি ফিফার কাছে নালিশ জানানোর হুমকিও দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের বেশির ভাগ সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও সোসিয়েদাদকে তাদেরই মাঠে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমন এক জয়ের পরও প্রবল অসন্তোষে ফুঁসছে রিয়াল। ক্লাবটি অসন্তুষ্ট তাদের ডিফেন্ডার ডিন হাউসেনের লাল কার্ড নিয়ে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চলতি মৌসুম ও গত মৌসুমে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছে মাদ্রিদ।
সেই নথি তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে পাঠাবে।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভি আনুষ্ঠানিক ঘোষণা দেয়, লিগের প্রথম চার ম্যাচের পাশাপাশি গত মৌসুমের রেফারিং বিতর্কগুলো নিয়েও একটি প্রতিবেদন তৈরি করছে ক্লাব,
‘রিয়াল মাদ্রিদ একটি প্রতিবেদন তৈরি করছে, যাতে এই মৌসুমের প্রথম চার রাউন্ড ও গত মৌসুমে রিয়ালের বিপক্ষে দেওয়া সব বিতর্কিত সিদ্ধান্ত থাকবে। সেই নথি ফিফার কাছে জমা দেওয়া হবে, যেন তারা স্প্যানিশ ফুটবলের রেফারিং পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।’


