খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

প্রথমবারের মতো ফিফা ই–বিশ্বকাপের জন্য খেলোয়াড় খুঁজছে বাফুফে

ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টস এখন সারা বিশ্বেই ব্যাপক জনপ্রিয়। ফিফা ই–বিশ্বকাপের জন্য খেলোয়াড় খুঁজছে বাফুফে।
প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) খেলোয়াড় বাছাইয়ের আয়োজন করতে যাচ্ছে।

ফিফা বিশ্বকাপের মতোই ‘ই-ফুটবল বিশ্বকাপ’-এ খেলোয়াড়রা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করেন।
ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে বসছে ফিফা ই-ফুটবল বিশ্বকাপের আসর, যেখানে এবার প্রথমবারের মতো অংশ নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

রোববার (২৪ আগস্ট) বাফুফের কনফারেন্স রুমে ‘বিএফএফ ই-গেমস ন্যাশনাল কোয়ালিফায়ারস রোড টু রিয়াদ-২০২৫’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
বাফুফে জানায়, বাংলাদেশের খেলোয়াড়রা তিনটি গেমে অংশ নিতে পারবেন— ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল এবং রকেট লিগে।
কোয়ালিফায়ারে বিজয়ীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এশিয়া-ইস্ট ও ওশেনিয়া অনলাইন রিজিওনাল কোয়ালিফায়ারসে।
সেখান থেকে বাছাই হয়ে ই-ফুটবল কনসোলে ৩টি দল এবং মোবাইল বিভাগে ৪ জন খেলোয়াড় বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারবেন।

রকেট লিগের কোয়ালিফিকেশন প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে।

জাতীয় সিলেকশন ইভেন্টের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের সূচি অনুযায়ী:
  • ই-ফুটবল কনসোল সেগমেন্ট: রেজিস্ট্রেশন ২৪-২৯ আগস্ট।
  • ই-ফুটবল মোবাইল ফাইনাল রাউন্ড: ২০ সেপ্টেম্বর।
  • রকেট লিগ সেগমেন্ট: রেজিস্ট্রেশন ২৫ আগস্ট-১২ সেপ্টেম্বর, ফাইনাল রাউন্ড ৪ অক্টোবর।
প্রতিটি গেমের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচ অফলাইনে (LAN) অনুষ্ঠিত হবে। ভেন্যু সংক্রান্ত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বাফুফে।
আঞ্চলিক বাছাইয়ে বাংলাদেশ রয়েছে পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে। এখান থেকে কনসোল বিভাগে তিনটি ও মোবাইল বিভাগ থেকে চারটি দল মূলপর্বে অংশ নেবে। ছয় অঞ্চলের মধ্য থেকে মোট ১১টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

আজ বাফুফেতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন,

‘আমরা আরেকটা যাত্রায় পা দিলাম। সেটা হলো ই-স্পোর্টস। সব খেলা ই-স্পোর্টসের আওতায় পড়ে। আমরা শুধু ফুটবল নিয়ে কাজ করব। আমরা আশাবাদী, অন্যান্য দেশ যেভাবে ই-স্পোর্টসের মাধ্যমে ফুটবলে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও সেভাবে তাল মিলিয়ে এগিয়ে যাবে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy