বাংলাদেশের ইতিহাসে প্রথমবার পুরুষদের সিরিজে নারী আম্পায়ার
এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিতব্য সেই সিরিজের আম্পায়ার প্যানেলে থাকছেন সাথিরা জাকির জেসি।
বাংলাদেশের নারী আম্পায়ার হিসেবে পুরুষদের সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এবারই যা প্র্রথমবার।
আগামী সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।
তার আগে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিং প্যানেলে যুক্ত করা হয়েছে এই নারী আম্পায়ারকে।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তবে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক চুক্তির কারণে টুর্নামেন্ট আয়োজন করা হবে হাইব্রিড মডেলে।
আর সেই হাইব্রিড মডেলে ভারতের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা।
৮ দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
কিন্তু বাংলাদেশের সাথিরা জাকির জেসি যে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকছেন, তা নিশ্চিত।
সিরিজে প্রথম ম্যাচে জেসি থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে।
তৃতীয় ম্যাচে জেসি থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে।
আর নারী আম্পায়ারদের তালিকায় রোকেয়া সুলতানা, ডলি রানী ও চম্পা চাকমার সাথে ছিলেন জেসি।

২০২৪ সালের জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও আম্পায়ারিং করেছেন জেসি।
ডিসেম্বরে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আম্পায়ারিংয়ে আসার আগে বাংলাদেশের হয়ে দুইটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন জেসি।