খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

কষ্টার্জিত জয়ে নতুন মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

গেল মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে নতুন করে শুরু করেছে লস ব্লাঙ্কোসরা। বেশ কয়েকটি নতুন সাইনিংয়ে তাদের লা লিগার শুরুটা অবশ্য মন্দ হয়নি। তবে দাপুটে পারফরম্যান্সের পরও লিগের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ে নতুন মৌসুম শুরু স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ লা লিগার ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ডেডলক ভাঙা একমাত্র গোলটি করেন রিয়ালের ‘আইকনিক ১০ নম্বর’ জার্সি গায়ে তোলা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

ঘরের মাঠে পুরো আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নেয় স্বাগতিকরা। যার মধ্যে তারা পাঁচটি ছিল লক্ষ‍্যে রাখতে পারে।
বিপরীতে মাত্র ২৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য দুটি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না ওসাসুনার।

এদিন রিয়ালের জার্সিতে মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং ডিফেন্ডার আনহেল কারেরাসের অভিষেক করান কোচ আলোনসো। দুজনই মাঠের উপস্থিতিতে বেশ নজর কেড়েছেন।
বিশেষ করে আর্জেন্টিনার ১৮ বছর বয়সী মিডফিল্ডার যে সম্ভাবনা নিয়ে এসেছেন, তার একঝলক দেখা গেছে অভিষেক ম্যাচেই।

কষ্টার্জিত জয়ে নতুন মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলতে নামা ওসাসুনাকে আরও চেপে ধরে রিয়াল।

যদিও বেশ কয়েকটি শট নিয়ে স্বাগতিকরা গোলরক্ষক সার্জিও হেরেরাকে পরাস্ত করতে পারেনি।
বিশেষত ডিন হুইজসেন ও এডার মিলিটাওয়ের জোরালো শট ঠেকান তিনি। সবমিলিয়ে গোলের দেখা পেতে রিয়ালকে ৫১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

নিজেদের বক্সে এমবাপ্পেকে ফাউল করে বসেন ওসাসুনার হুয়ান ক্রুস। রেফারির পেনাল্টির সিদ্ধান্তে সফরকারীরা জোরালো প্রতিবাদ জানায়।
পরে ভিএআরেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। সফল স্পটকিকে ফরাসি ফরোয়ার্ড রিয়ালকে এগিয়ে নেন।

এবার মৌসুমের প্রথম ম্যাচেই গোল করলেন গত আসরের সর্বোচ্চ গোলদাতা এমবাপে।

দানি কারভাহাল ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে কিছুক্ষণ পর বদলি নামান জাবি আলোনসো। এর আগে আর্দা গুলারের জোরালো শট লক্ষ্য মিস করে যায়।

ওসাসুনাও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল।

নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ে লাল কার্ড দেখেন সফরকারী দলের আবেল ব্রিটনেস।
বাকি কয়েক মিনিটের জন্য ওসাসুনা ১০ জনের দলে পরিণত হয়। বিপরীতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy