পুরুষ এককে সোয়াদের হ্যাটট্রিক, নারী এককে নাছিমার প্রথম শিরোপা
৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনালেই সবার চোখ। পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে করতালিতে মুখর গ্যালারি। পুরুষ এককে সোয়াদের হ্যাটট্রিক, অন্যদিকে নারী এককে নাছিমার প্রথম শিরোপা।
পুরুষ এককে রাজত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ।
জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের এই শাটলার। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন পুরোনো চেনা মুখ আল আমিন জুমার।
২০২২ সালের ফাইনালেও যাঁকে হারিয়েছিলেন সোয়াদ, এবারও চ্যাম্পিয়ন হলেন সেই জুমারকে হারিয়ে। স্কোরলাইন ২১-১৪, ২১-৪। কিন্তু স্কোরের চেয়েও বড় ছিল আত্মবিশ্বাসের ছাপ।