রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন গায়ানা
রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন গায়ানা। ফাইনালে রংপুরের জন্য চ্যালেঞ্জটা ছিল বিশাল। ট্রফি ধরে রাখতে তাদের গড়তে হতো জিএসএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
ইফতিখার ও সাইফের জুটিতে একপর্যায়ে আশা জাগালেও, শেষ পর্যন্ত ধারেকাছেও যেতে পারেনি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি।
রংপুরকে ৩২ রানে হারিয়ে জিএসএলের দ্বিতীয় আসরে প্রথম শিরোপা জিতল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
১৯৬ রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ৩ ওভারে দরকার ছিল ৬৯। হাতে ২ উইকেট।
মাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম এখান থেকে আর কীই–বা করতে পারতেন! যতটা সম্ভব পাল্টা লড়াই চালিয়েছেন তাঁরা।
রংপুর রাইডার্স ম্যাচ হেরেছে আসলে নিজেদের ইনিংসে প্রথম ১০ ওভারেই!
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ (১৯ জুলাই, শনিবার) গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল রংপুর।
গায়ানার প্রায় দুই শ ছুঁই ছুঁই সংগ্রহ তাড়া করতে নেমে ১০ ওভার শেষে তাদের স্কোর ৬৫/৩।
ইব্রাহিম জাদরান, কাইল মেয়ার্স ও সৌম্য সরকারের মতো গুরুত্বপূর্ণ ৩ ব্যাটসম্যানকে হারানোর পাশাপাশি দ্রুত রানও তুলতে পারেনি রংপুর।
শেষ ১০ ওভারে ১৩২ রান তোলার চাপটা তাই নিতে পারেনি নুরুল হাসানের দল।
২০তম ওভারের শেষ বলে কামরুল আউট হওয়ায় ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয় রংপুর। ৩২ রানের জয়ে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম শিরোপা জিতল আমাজন ওয়ারিয়র্স।
গত বছর এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর। এবারও সুযোগ ছিল। কিন্তু টস হেরে ফিল্ডিংয়ে নেমে ভালো হয়নি বোলিং।
এরপর ব্যাটিংয়েও দ্রুত উইকেট হারানোয় চাপে পড়ে দ্রুত রান তুলতে না পারার খেসারত দিতে হলো নুরুলের দলকে।
আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ১০ ওভারেই বড় সংগ্রহের ভিত গড়েছে গায়ানা।
রংপুরের পেসার খালেদ আহমেদ চতুর্থ ওভারে গায়ানা ওপেনার এভিন লুইসকে (৫) ফিরিয়ে দিলেও দ্বিতীয় উইকেট জুটিতে জনসন চার্লস ও রহমানউল্লাহ গুরবাজ দারুণ ব্যাট করেন। তাঁদের জুটিতে ১০ ওভারে ১ উইকেটে ৮৮ তুলেছে গায়ানা।


