খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়েও হারল বাংলাদেশ

চীনের দাজহুতে চলমান অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে আজপাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়েও হারল বাংলাদেশ। তবে পুরো ম্যাচজুড়েই লড়াকু মানসিকতা দেখিয়েছে লাল-সবুজের তরুণরা।

এশিয়া কাপ হকিতে আজ ছিল বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়েও ৬-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে দীন ইসলাম একটি ও ইসমাইল হোসেন জোড়া গোল করেন। ম্যাচের প্রথমার্ধ ছিল রীতিমতো রোমাঞ্চকর।
দ্বিতীয় কোয়ার্টারে ১-৩ ব্যবধানে পিছিয়ে থেকেও সমতা ফেরায় বাংলাদেশ। হাফটাইমে স্কোরলাইন ছিল ৩-৩।

তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করে। তবে পাকিস্তান এই কোয়ার্টারে একটি গোল দিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায়।
শেষ কোয়ার্টারে পাকিস্তান আরও দুটি গোল করে ব্যবধান ৬-৩ করায় ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

বিশ্ব হকির এক সময়ের পরাশক্তি পাকিস্তান, যারা একসময় এশিয়ান হকিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল।

পাকিস্তানের হকির সেই সোনালী দিন আর নেই। এরপরও বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিনিয়র কিংবা বয়সভিত্তিক পর্যায়ে সেই রকম প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড নেই।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়েও হারল বাংলাদেশ

আজকের ম্যাচে সেই চিত্র বদলানোর আভাস পাওয়া গেল। ম্যাচে তৃতীয় কোয়ার্টার পর্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

এই হারেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি বালক দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। সেমিফাইনালে প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি।

পাকিস্তান-চীন ম্যাচের পর গ্রুপে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হবে। পাকিস্তান চীনকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে বাংলাদেশের রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে জাপানকে মোকাবিলা করার সম্ভাবনা বেশি।

বাংলাদেশের তরুণদের এই লড়াই ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। সেমিফাইনালেও এমন পারফরম্যান্স অব্যাহত রাখতে পারলে ইতিহাস গড়া অসম্ভব কিছু নয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy