সাইফ এর বদলে রুবেল
অবশেষে ভাগ্য খুললো রুবেল হোসেনের। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন, তার জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছেন এই ডানহাতি।
চলতি টি-২০ বিশ্বকাপে ফর্মটা ভালোই ছিলো সাইফউদ্দিনের। প্রথম পর্বে দারুণ বল করে ৪ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। যদিও মূল পর্বের প্রথম ম্যাচে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে একটু বেশি খরুচে ছিলেন এই পেস অলরাউন্ডার। সেই ম্যাচেই তার পুরনো পিঠের ব্যাথাটা মাথা চাড়া দিয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপটা শেষ হয়ে গেছে তার।
সাইফের রিপ্লেসমেন্ট হিসেবে আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে রুবেলের নাম আবেদন করে বিসিবি। সেই আবেদনে সায় দিয়েছেন তারা। স্ট্যান্ড বাই থেকে মূল একাদশে ঢুকলেন রুবেল।
রুবেল হোসেন বাংলাদেশের হয়ে ২৮টি টি-টোয়েন্টি সহ মোট ১৫৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষেও আছে তার এক দারুণ সুখস্মৃতি। ২০১৫ বিশ্বকাপে এডিলেডে তাদের বিপক্ষে ৪/৫৩ ভয়ংকর বোলিং করে বাংলাদেশকে তুলেছিলেন কোয়ার্টার ফাইনালে।