আচরণবিধি লঙ্ঘন; জরিমানা গুনলেন কুমারা ও লিটন
টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। ম্যাচটির শুরু থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। যার ফলে, ম্যাচের ১ম ইনিংসে বিবাদে জড়িয়ে শাস্তি পেলো টাইগার ব্যাটার লিটন কুমার দাস ও লঙ্কান পেসার লাহিরু কুমারা। একই সঙ্গে দুইজনের নামের পাশে যোগ হয় ১ টি করে ডিমেরিট পয়েন্ট।
রোববার ম্যাচে শুরু থেকেই টাইগার ব্যাটার এর বিপেক্ষে আগ্রাসী বোলিং করতে থাকে লঙ্কান বোলার কুমারা। ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে আসা কুমারার একটি বলকে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন লিটন কুমার দাস। এরপর সাজ ঘরে ফিরতে থাকা লিটনকে উদ্দেশ্য করে কি যেন বলতে লাগলেন কুমারা। এতেই লিটন তেড়ে যান কুমারার দিকে। এক পর্যায়ে দুজনের মধ্যে উৎতপ্তবাক্য বিনিময় হয়।
যার ফলস্বরূপ শাস্তি পেতে হয় দুইজনকে। আইসিসির আচরণবিধি লেভেল ওয়ান ভঙ্গের দায়ে লাহিরু কুমারাকে ম্যাচ ফির ২৫ ভাগ এবং লিটনকে ১৫ ভাগ জরিমানা করা হয়েছে। দুজনই পেয়েছেন একটি করে ডেমেরিট পয়েন্টও।
ম্যাচশেষে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ কুমারা-লিটন দুজনকেই ডেকে এই রায় শোনান, দুজনই বিনা বাক্যব্যয়ে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন ও শাস্তি মেনে নিয়েছেন।