শেষ বেলায় নিশাঙ্কার উইকেটই প্রাপ্তি, ড্রয়ের পথে গল টেস্ট?
গল টেস্টে শান্ত ও মুশফিকের দারুণ ব্যাটিংয়ের পাল্টা জবাব দিয়েছেন লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা। তার দুইশ’ ছোঁয়া ইনিংসে গল টেস্টের তৃতীয় দিনে ছিল শ্রীলঙ্কার রাজত্ব। বাংলাদেশের জন্য দিনের একমাত্র প্রাপ্তি তাকে সাজঘরে পাঠাতে পারা।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৯৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান করেছে। বাংলাদেশের চেয়ে ১২৭ রানে পিছিয়ে থাকায় আপাতদৃষ্টিতে গল টেস্ট যে ড্রয়ের পথে সেটাই বলা চলে।
বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন এই দুই ওপেনার।
এরপর লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম।
৩৪ বলে ২৯ রান করা উদারাকে সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার। এরপর ক্রিজে আসা দীনেশ চান্দিমালকে সঙ্গে ব্যাট করতে থাকেন নিশাঙ্কা।
১৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। তবে ফিফটি করে সাজঘরে ফিরে যান চান্দিমাল। ৫৪ রান করেন তিনি। চান্দিমালকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাইম ইসলাম।
এরপর ক্রিজে আসেন বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে সঙ্গে নিয়ে ৮৯ রানের জুটি গড়েন নিশাঙ্কা। ৩৯ রান করে আউট হন ম্যাথুস।
অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির পথে ছিলে নিশাঙ্কা। তবে দলীয় ৩৩১ রানে ২৫৬ বলে ১৮৭ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এই লঙ্কান ওপেনার।
এরপর ধনাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস মিলে দিনের বাকী খেলা শেষ করেন।
ড্রয়ের পথে থাকা টেস্টে এখনও ১২৭ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। হাতে আছে ৪ উইকেট। মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জায়া ১৭ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক।
আগামীকাল চতুর্থ দিনের খেলাও শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল সোয়া ১০টায়।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৩.৪ ওভারে ৪৯৫ (মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০; আসিতা ৪/৮৬, মিলন ৩/৩৯, থারিন্দু ৩/১৯৬)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৮/৪ (নিশাঙ্কা ১৮৭, চান্ডিমাল ৫৪, ম্যাথুস ৩৯, কামিন্দু ৩৭*, উদারা ২৯, ডি সিলভা ১৭*; মুমিনুল ১/২৪, হাসান ১/৪৯, নাঈম ১/৮৬, তাইজুল ১/১২৬)।