খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৬ই আগস্ট ২০২৫

দলে আসছেন নতুন তারকা ফরোয়ার্ড, বড় চমক দেবে বার্সেলোনা

সম্প্রতি নিজেদের গোলকিপিং অপশন বাড়িয়ে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে হুয়ান গার্সিয়াকে কিনে নিয়েছে বার্সেলোনা। এরপর থেকেই স্প্যানিশ চ্যাম্পিয়নরা বড় একজন তারকা ফরোয়ার্ডকে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও ইঙ্গিত দিয়েছেন বড় চমক দেওয়ার। যে তালিকার শীর্ষ নাম বর্তমানে অ্যাতলেটিক ক্লাবে খেলা স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস।

বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো গত মাসে ইএসপিএনকে বলেছিলেন, তারা নতুন একজন উইঙ্গারকে স্কোয়াডে যুক্ত করতে চান।
সূত্র জানিয়েছে, কাতালান ক্লাবটির তালিকায় আছেন নিকো উইলিয়ামস, লুইস দিয়াজ, মার্কাস রাশফোর্ড ও ইভান পেরিসিচ।

তবে বিষয়টি নির্ভর করছে নিজেদের ভাণ্ডারে ব্যয় করার মতো কত অর্থ আছে তার ওপর। সাম্প্রতিক কিছু প্রতিবেদন অনুসারে, অ্যাতলেটিক ক্লাব ও স্পেন ফরোয়ার্ড উইলিয়ামস এখন বার্সার নম্বর ওয়ান লক্ষ্যবস্তু।

ইতিমধ্যে তার এজেন্ট ফেলিক্স টাইন্টার সঙ্গে সাক্ষাৎ–ও করেছেন ডেকো।

নতুন গোলরক্ষক নেওয়ার বিষয়টি জানিয়ে বার্সা সভাপতি লাপোর্তা বুধবার বলেছেন,

‘আমরা একজন খেলোয়াড় (হুয়ান গার্সিয়া) নিয়ে এসেছি এবং আমরা আরেকটি রোমাঞ্চকর সাইনিংয়ের জন্য কাজ করছি।’

এর আগের মৌসুমেও বার্সা নিকো উইলিয়ামসকে দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিল। কিন্তু ওই সময় বার্সা তাকে লা লিগার খেলোয়াড় তালিকায় রেজিস্ট্রেশন করার বিষয়ে নিশ্চয়তা দিতে না পারায় সেই চুক্তি হয়নি।

২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকার রিলিজ ক্লজ ৫৮ মিলিয়ন ইউরোর কাছাকাছি। তবে অন্যান্য অপশনের দিকেও নজর রেখেছে বার্সেলোনা।

ইএসপিএন বলছে, গত সপ্তাহে বার্সা কলম্বিয়ান তারকা লুইস দিয়াজকে পেতে চেষ্টা চালালে তাদের ফিরিয়ে দেয় লিভারপুল।
তবে তাকে নিয়ে কথা চলছে ভিন্ন ক্লাবের সঙ্গে। যা নিকো উইলিয়ামসের জন্য আরও ধাবিত করেছে বার্সাকে।

এ ছাড়া ইংলিশ তারকা রাশফোর্ডের এজেন্ট ও ভাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বার্সার প্রতিনিধি ডেকো।

প্রতিবারই নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে লা লিগার আর্থিক নীতিমালার কথা সামনে আনে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

দলে আসছেন নতুন তারকা ফরোয়ার্ড, বড় চমক দেবে বার্সেলোনা
চুক্তি সম্পন্ন হলে স্পেন জাতীয় দলের পর বার্সেলোনায়ও জুটি বাঁধতে দেখা যাবে লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে

 

এবারও তেমন বিষয় উল্লেখ করে নতুন সাইনিং নিয়ে কাজের সুযোগ আছে বলে জানিয়েছেন বার্সা সভাপতি লাপোর্তা,

‘আমাদের পথে অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমরা যেসব কাটিয়ে ওঠার ব্যবস্থা করছি। আমরা লা লিগার হস্তক্ষেপ ছাড়া স্বাভাবিকভাবেই খেলোয়াড় নিতে পারি। যা আমাদের জন্য সন্তুষ্ট হওয়ার মতো মুহূর্ত। কারণ ক্লাবের আর্থিক পুনর্বাসন সম্পন্ন করে অনেক কাজ করা বাকি।’

এদিকে, দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তো নিকো-বার্সার চুক্তিও হয়ে গেছে বলে জানিয়েছেন।

তার মতে- নিকো উইলিয়ামস ও বার্সা ৬ বছরের চুক্তিতে সম্মতি দিয়েছে। প্রতি মৌসুমে ৭/৮ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে ২০৩১ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে উভয়পক্ষ।
এই মুহূর্তে বার্সেলোনা অ্যাতলেটিক ক্লাবের সঙ্গে আর্থিক বিষয়াদি নিয়ে কাজ করছে।

প্রসঙ্গত, মৌসুমের প্রথম সাইনিং হিসেবে ২৪ বছর বয়সী হুয়ান গার্সিয়ার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে হ্যান্সি ফ্লিকের দল।
তাকে পেতে এস্পানিওলের সঙ্গে চুক্তি করেছে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫১ কোটি টাকা।

যদিও আগে থেকেই কাতালানদের ডেরায় আছেন তিন গোলরক্ষক– মার্ক আন্দ্রে টের স্টেগান, ভয়চেক সিজনি ও ইনাকি পেনা।

এর মধ্যে ইনাকি পেনা ও টের স্টেগানের ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy