বিগ ব্যাশে আবারও হোবার্ট হারিকেনসে রিশাদ হোসেন
বিগ ব্যাশের আগের মৌসুমে হোবার্ট হারিকেনসে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন রিশাদ। তবে এনওসি না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি। আসন্ন মৌসুমের জন্য আবারও হোবার্ট হারিকেনসে সুযোগ হলো রিশাদের।
বৃহস্পতিবার (১৯ জুন) মেলবোর্নের এনইপি স্টুডিওতে ড্রাফটের ১৩ নম্বরে ডাকে বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হারিকেনস।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এর আগে খেলেছিলেন একজনই, সাকিব আল হাসান।
এরপর এসেছিল কেবল রিশাদ হোসেনের নাম। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে মেলেনি অনাপত্তিপত্র।
সর্বশেষ আসরে রিশাদের দল হোবার্ট হারিকেনস প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিতে নেয়।
সতীর্থরা যখন ট্রফি হাতে উৎসবে মেতেছিল, রিশাদ তখন নিজ দেশেই থেকে গিয়েছিলেন ‘একটা সুযোগ’ না পাওয়ার হতাশা নিয়ে।
তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আবারও সামনে এগিয়ে যাওয়ার আরেকটা সুযোগ এসেছে। যদি বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়া যায়, তবে রিশাদের লেগ স্পিন দেখতে পাবে বিগ ব্যাশের দর্শকরা।
সুযোগ পেলে এটা হবে রিশাদের বিগ ব্যাশ লিগে প্রথমবারের মত অংশগ্রহণ।
আজকের ড্রাফটে আগ্রহের কেন্দ্রে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা; বিশেষ করে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ড্রাফটে তিনিই প্রথম ‘পিক’ হিসেবে নির্বাচিত হন।
সব মিলিয়ে সাতজন পাকিস্তানি খেলোয়াড় জায়গা করে নিয়েছেন এবারের আসরে।
বিগ ব্যাশে এবারই প্রথমবারের মতো পুরো মৌসুম খেলবেন আফ্রিদি। কোনো দ্বিধা ছাড়াই তাই তাঁকে প্রথম ডাকে দলে টেনে নেয় ব্রিসবেন হিট।
এই দলে আছেন স্পেনসার জনসন, মাইকেল নেসার, জাভিয়ের বার্টলেটরা।
রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার।
এদের মধ্যে আছেন-
- মেহেদী হাসান মিরাজ
- তানজিদ হাসান তামিম
- শেখ মেহেদী
- তানজিম হাসান সাকিব
- শামীম হোসেন, তাইজুল ইসলাম
- হাসান মাহমুদ
- তাওহীদ হৃদয়
- মুস্তাফিজুর রহমান এবং
- সৌম্য সরকার