রুবলেভকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সিনার
ইয়ানিক সিনার এখনও পর্যন্ত যত গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সবই হার্ড কোর্টে। কিন্তু এবারের ফ্রেঞ্চ ওপেনে এখনও পর্যন্ত একটি সেট হারেননি তিনি।
প্রি-কোয়ার্টার ফাইনালেও আন্দ্রে রুবলেভেকে স্ট্রেট সেটে (৬-১, ৬-৩, ৬-৪ সেটে) হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করলেন সিনার।
এনতৃতীয় বার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সিনার। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জিতেছিলেন তিনি।
এই বছরটা শুরু করেছেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে। গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে টানা ১৮টি ম্যাচ জিতেছেন তিনি।
এর আগে একই কীর্তি গড়েছিলেন বরিস বেকার এবং আন্দ্রে আগাসি।
রুবলেভের বিরুদ্ধে সোমবার রাতে প্রথম সেট জিততে মাত্র ৩০ মিনিট সময় নিয়েছিলেন সিনার। কোনও রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি রুবলেভ।
ইটালির টেনিস তারকার বিরুদ্ধে কোনও উত্তর খুঁজে পাচ্ছিলেন না রুবলেভ।
নিউ ইয়র্ক ও মেলবোর্নে তার জয়ের পর টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে থাকা ২৩ বছর বয়সী সিনার প্যারিসের মাটিতে এখন পর্যন্ত ১২টি সেটের মধ্যে ১২টি জিতেছেন।
কোয়ার্টার ফাইনালে তাকে একেবারেই ভিন্ন ধরণের পরীক্ষার মুখোমুখি হতে হবে যখন তিনি কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিকের মুখোমুখি হবেন। বুধবার হবে সেই ম্যাচ।
আলেকজান্ডার বুবলিক পঞ্চম বাছাই জ্যাক ড্রেপারকে চার সেটের মন্ত্রমুগ্ধকর জয় দিয়ে পরাজিত করেছেন।
মঙ্গলবার (৩ জুন) পুরুষদের কোয়ার্টার ফাইনালে রয়েছে দু’টি ম্যাচ। ফ্রান্সের টিয়াফো খেলবেন লোরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে।
অন্য ম্যাচে মুখোমুখি হবেন কার্লোস আলকারাজ় এবং টমি পল।
বুধবার সিনারদের ম্যাচ ছাড়াও রয়েছে নোভাক জোকোভিচের ম্যাচ। তিনি খেলবেন অ্যালেক্সান্ডার জ়েরেভের বিরুদ্ধে।