খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫

ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লাল দুর্গে জোকোভিচের ‘সেঞ্চুরি’

ক্লে-কোর্ট কখনোই নোভাক জোকোভিচের মূল শক্তির জায়গা নয়। চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনি সবচেয়ে কম শিরোপা জিতেছেন ফরাসি ওপেনেই। সেখানেই এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন তিনি। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্পর্শ করলেন এই গ্র্যান্ড স্ল্যামে ১০০ জয়।

প্রথমবার চতুর্থ রাউন্ডে ওঠা ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নরিকে সোমবার ৬-২, ৬-৩, ৬-২ গেমে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখেন জোকোভিচ। ফরাসি ওপেনে তার শততম জয় এটি।

জোকোভিচের চেয়ে বেশি জয় আছে এখানে কেবল একজনেরই। নামটি অনুমান করে নিতেও কারও সমস্যা হওয়ার কথা নয়।

লাল দুর্গের অবিসংবাদিত সম্রাট ১৪ বারের শিরোপাজয়ী রাফায়েল নাদালের জয় এখানে ১১২টি।

গত বছর এখানেই অলিম্পিকের সোনা জিতে ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন জোকোভিচ। রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী তারকা গত বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি।ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে লাল দুর্গে জোকোভিচের ‘সেঞ্চুরি’
২৫তম ট্রফির লড়াইয়ে থাকা ৩৮ বছর বয়সী তারকা সন্তুষ্ট নন জয়ের সেঞ্চুরি করেই। ফরাসি ওপেনের তিন ট্রফির সঙ্গে আরেকটি যোগ করতে তিনি মরিয়া।

“এই সংখ্যা অবশ্যই খুবই ভালো ও দারুণ। তবে ১০১তম জয়টি হতে পারে আরও ভালো!

আমার জন্য এই টুর্নামেন্টে পথচলা শেষ নয় এখনই। খুব ভালো অনুভব করছি এবং মনে হচ্ছে, এখানে আরও ইতিহাস গড়তে পারি। আশা করি, দিন দুয়েকের মধ্যে আরেকটি জয় এখানে পাব।”

-বলেন জোকোভিচ।

সেই ম্যাচে কোয়ার্টার-ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ আলেক্সান্দার স্ফেরেফ।
জার্মান এই তারকা গত আট বছরে সপ্তমবার ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে উঠলেন। কিন্তু প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা তার এখনও অধরা।

স্ফেরেফকে যদি হারাতেও পারেন জোকোভিচ, তার সামনে বড় বাধা হতে পারেন ইয়ানিক সিনার।
গত ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ন ওপেনে চ্যাম্পিয়ন হওয়া এই ইতালিয়ান এখনও পর্যন্ত ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠতে পারেননি।

তবে ক্লে-কোর্টে এবার দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বের এক নম্বর তারকা। চতুর্থ রাউন্ডে সিনার পাত্তাই দেননি রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে (৬-১, ৬-৩, ৬-৪)।

এ দিন পঞ্চম বাছাই বৃটেনের জ্যাক ড্র্যাপারকে হারিয়ে চমক উপহার দেন কাজাখস্থানের আলেক্সান্দার বুবলিক।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy