গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের সময়সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। ২০২৫ সালের আসর শুরু হচ্ছে ১০ জুলাই, যেখানে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। প্রত্যেক দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল সরাসরি মুখোমুখি হবে ১৮ জুলাইয়ের ফাইনালে।
প্রথম আসরের মতো এবারও কোনো প্লে-অফ নেই। সোজাসুজি লিগের পয়েন্ট টেবিল থেকেই নির্ধারিত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি ম্যাচের ভেন্যু, নির্দিষ্ট সময় ও সম্প্রচার সূচি পরে জানানো হবে।
২০২৪ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্ব শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স।
ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে রংপুরকে জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন সৌম্য সরকার। ৫ ইনিংসে করেছিলেন ১৮৮ রান।
অন্যদিকে বল হাতে উজ্জ্বল ছিলেন কামরুল ইসলাম রাব্বি। তিনি শিকার করেন ৭ উইকেট।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে।
এরপর দলটি মাঠে নামবে ১৩ জুলাই হোবার্ট হ্যারিকেনস, ১৬ জুলাই দুবাই ক্যাপিটালস এবং ১৭ জুলাই লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে রংপুর রাইডার্স। ২০২৪ সালের প্রথম আসরে নুরুল হাসান সোহানের নেতৃত্বে শিরোপা জিতেছিল দলটি। সৌম্য সরকার ও কামরুল ইসলাম রাব্বির মতো পারফর্মাররাও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এবারও স্কোয়াডে রয়েছে দেশি ও বিদেশি তারকার সমন্বয়, যারা এই মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মরিয়া।
একনজরে টুর্নামেন্টের সুচি (লিগ পর্ব):
১০ জুলাই – সেন্ট্রাল স্ট্যাগস বনাম দুবাই ক্যাপিটালস
১০ জুলাই – গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স
১১ জুলাই – হোবার্ট হ্যারিকেন বনাম দুবাই ক্যাপিটালস
১১ জুলাই – সেন্ট্রাল স্ট্যাগস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৩ জুলাই – রংপুর রাইডার্স বনাম হোবার্ট হ্যারিকেন
১৩ জুলাই – দুবাই ক্যাপিটালস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৫ জুলাই – হোবার্ট হ্যারিকেন বনাম সেন্ট্রাল স্ট্যাগস
১৬ জুলাই – দুবাই ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স
১৬ জুলাই – গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম হোবার্ট হ্যারিকেন
১৭ জুলাই – রংপুর রাইডার্স বনাম সেন্ট্রাল স্ট্যাগস
১৮ জুলাই – ফাইনাল