আয়ারল্যান্ডের সাথেও পারলোনা বাংলাদেশ
বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো না টাইগারদের। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এবার হারলো আয়ারল্যান্ড এর বিপক্ষেও। বিশ্বকাপ স্কোয়াডের সাকিব, রিয়াদ মুস্তাফিজদের না খেলার ম্যাচে বাংলাদেশ হেরেছে তেত্রিশ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে গ্যারেথ ডিলানির ৫০ বলে ৮৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান তোলে আইরিশরা। ডিলানির ইনিংসে চার ছিলো মাত্র তিনটি কিন্তু ছক্কা আটটি। এছাড়া স্টারলিং এর বাইশ, অধিনায়ক বালবির্নির পঁচিশ আর হ্যারি ট্যাক্টরের ব্যাট থেকে আসে তেইশ রান। বল হাতে ব্যর্থ বাংলাদেশের বোলাররা। ২০ ওভার বল করে উইকেট নিতে পেরেছে মাত্র তিনটি। ২৬ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার তাসকিন। বাকী উইকেটটি শিকার করেন নাসুম।
জবাব দিতে নেমে ব্যাট হাতেও ছন্নছাড়া বাংলাদেশ। সৌম্য সরকারে ৩০ বলে ৩৭ আর শেষ দিকে সোহানের ২৪ বলে ৩৮ রানের ক্যামিও ছাড়া বলার মতো ইনিংস নেই কারো। নাঈম, লিটন, মুশফিক, শামীম ব্যর্থ হয়েছেন সবাই। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ গুলোতে দুই ডিপার্টমেন্টে এমন হতশ্রী ব্যাটিং বোলিং শঙ্কা জাগাচ্ছে টাইগার ভক্তদের মনে। তবে মুল পর্বে নিজেদের সেরাটাই দেবে মাহমুদুল্লাহর দল, এমনটাই প্রত্যাশা।
স্কোর:
আয়ারল্যান্ড- ২০ ওভারে ১৭৭/৩ (ডিলানি ৮৮*, স্টার্লিং ২২, বালবির্নি ২৫, টেক্টর ২৩*; তাসকিন – ২/২৬, নাসুম- ১/৩৩)
বাংলাদেশ- ২০ ওভারে ১৪৪/১০ (সোহান ৩৮, সৌম্য ৩৭, আফিফ ১৭; অ্যাডায়ার- ৩/৩৩, লিটল – ২/২২, ইয়ং- ২/২১)