খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ; ফিরছেন আরভিন-উইলিয়ামস

ঈদের ছুটি শেষে আবারও মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। জাতীয় দলের ক্রিকেটাররাও প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছেন। আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যস্ততা। চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। 

ক্রিকেট দুনিয়া ব্যস্ত বড় দুই ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল এবং পিএসএলের জন্য। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারেই ঘুমিয়ে যেতে দিচ্ছে না বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যেকার টেস্ট সিরিজ। দুই ম্যাচের এই সিরিজের জন্য বেশ এক শক্ত দলই ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরছেন দুই অভিজ্ঞ তারকা ক্রেইগ আরভিন এবং শন উইলিয়ামস।

আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। ক্যাম্প হবে সিলেটের মাটিতে। যেখানে থাকবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটাররা।

যদিও এখনও আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেনি বিসিবি। ডিপিএলে ১০ এপ্রিল ম্যাচ খেলেই জাতীয় দলের ক্রিকেটাররা সিলেটের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।

এর আগে ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি থাকা টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ; ফিরছেন আরভিন-উইলিয়ামস

এদিকে, সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জিম্বাবুয়ে দল থেকে আছে তিন পরিবর্তন। তাফাদজোয়া টিসিগা দলে আসছেন প্রায় দুই বছর পর।

প্রায় একইরকম প্রত্যাবর্তন ওয়েলিংটন মাসাকাদজার। চোট কাটিয়ে বাংলাদেশ সিরিজের জন্য ফিট হয়ে উঠেছেন ৩৫ বছর বয়েসী অলরাউন্ডার শন উইলিয়ামস।

আরভিনের অনুপস্থিতিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্বে দিয়েছিলেন জনাথন ক্যাম্পবেল। তিনিও আসছেন বাংলাদেশ সফরে। ইংলিশ দুই তারকা স্যাম কারান ও টম কারানের ভাই বেন কারান থাকছেন সিরিজের বড় নাম।

পেস বোলিং ইউনিটে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ে কোচ জাস্টিন স্যামন্সের মন্তব্য,

‘‘আমি নিশ্চিত, নতুন কন্ডিশনে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর এই ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে উন্নতি করবে। আমরা দলটিকে এমনভাবে তৈরি করছি যাতে আমাদের দলে ভারসাম্য থাকে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।’’

বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেখানে ১-১ সমতা নিয়ে ফিরলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিক্ত স্মৃতি ছিল শান্ত-মিরাজদের। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই পাত্তা পায়নি টাইগাররা। এর আগে ভারতের মাটিতে তারা আরেকটি ২ টেস্টের সিরিজ হেরে এসেছিল।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ; ফিরছেন আরভিন-উইলিয়ামস

শেষবার বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ খেলেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। যেখানে তারা সফরকারীদের ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল। এ ছাড়া দুই দলের শেষবারের দেখায় ২০২১ সালে হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ।
সবমিলিয়ে দুই দল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে জিতেছে ৭টিতে। টাইগারদের বিপক্ষে রোডেশিয়ানরা সর্বশেষ টেস্ট ম্যাচ জিতে ২০১৮ সালে।

 

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

 

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy