চ্যাম্পিয়নস ট্রফির আসরে হঠাৎ উপস্থিত বুমরা; বুঝে নিলেন পুরস্কার
চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা।
তবে আজ (রোববার) দুবাইয়ে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের আগে মাঠে হঠাৎ উপস্থিত বুমরা! সতীর্থদের সঙ্গে খোশগল্পে মাতলেন কিছুটা সময়। পরে আইসিসির সেরার পুরস্কারও গ্রহণ করলেন।
দুবাইয়ে ম্যাচ শুরু হতে তখনও আধ ঘণ্টার মতো বাকি ছিল। হঠাৎই ক্যামেরায় দেখা যায় যশপ্রীত বুমরাকে। সতীর্থদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে গল্প করছেন।
বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাকি ক্রিকেটারদের এক এক করে জড়িয়ে ধরেন বুমরা। তাদের কিছু কথাও বলেন। কথা হয় কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও।
শামিকে পেয়ে জড়িয়ে ধরেন বুমরা। পাল্টা তার পিঠ চাপড়ে দেন ভারতের ক্রিকেটাররা।
পুরুষ বিভাগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বুমরাহ। পাশাপাশি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা একাদশেও রয়েছেন তিনি।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সফল পারফরম্যান্সের জন্য জোড়া স্বীকৃতি পেলেন বুমরাহ।
বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরাহ’র সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড, ইংল্যান্ডের ব্যাটার জো রুট এবং হ্যারি ব্রুক।
অর্থাৎ তিন ব্যাটারের সঙ্গে লড়াইয়ে জয় হল ভারতী পেস বোলারের।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ দু’টি ট্রফি এবং দু’টি টুপি তুলে দেন বুমরাহের হাতে। জানা গিয়েছে, পুরস্কার তুলে দেওয়ার জন্যই তাকে ডাকা হয়েছে দুবাইয়ে।
পুরস্কার নেওয়ার পরে তিনি সতীর্থদের সঙ্গে দেখা করেন।
অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। টেস্টের শেষ দিন বল করতে পারেনি।
ম্যাচও হারে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি। পরে ছিটকে যান চ্যাম্পিয়নস ট্রফি থেকে।
যদিও টুর্নামেন্টটির প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল তাকে।
প্রসঙ্গত, ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেলেন বুমরাহ।
তার আগে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন এই পুরস্কার জয় করেছিলেন। কোহলি এ পুরস্কার জয় করেন দু’বার।
৩১ বছর বয়সী জসপ্রিত বুমরাহ ২০২৪ সালে ভারতের হয়ে সব মিলিয়ে ২১টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন মোট ৮৬টি।
শুধু ১৩টি টেস্টেই তার উইকেট সংখ্যা ৭১টি। লাল বলের ক্রিকেটে ২০২৪ সালে বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই।