আজ থেকে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে। খুব করে চাইবো টুর্নামেন্টে ভালো করুক টাইগাররা। টাইগাররা আসরের ‘এ’ গ্রুপে নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আশাবাদি, তারুণ্য নির্ভর এই বাংলাদেশ দল যথেষ্ট ভালো করার সামর্থ রাখে।
তরুণদের ভিড়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম রয়েছেন,অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তো আছেই। ফর্মে থাকা জাকের আলী অনিক ও ফর্ম ফিরে পাওয়া তাওহীদ হৃদয় আছে । চট্টগ্রামের ছেলে পাারভেজ হোসেন ইমন স্কোয়াডে আছেন। মূল একাদশে তাঁর সুযোগ পাওয়া নির্ভর করছে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের ফর্মের উপর। চাইবো তাঁরা ভালো করুক, আবার ইমনকেও চাইবো পাফরর্মারের তালিকায়।
তাসকিন আহমেদ দারুণ ছন্দে আছেন। কাটার মাস্টার মুস্তাফিজ নিজেকে খুঁজে পেলে নাজমুল হাসান শান্ত ফর্মে ফিরলে, বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির এই আসরে শেষ ম্যাচে যাওয়া একেবারে অসম্ভব হবে না।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বিশ্ব দরবারে সু পরিচিতি ও দলমত নির্বিশেষে সমগ্র জাতিকে এক কাতারে নিয়ে এসে সার্বজনীন উৎসবের উপলক্ষ্য করে দেয় বাংলাদেশ ক্রিকেট দল। আশা করবো বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো পারফর্ম করে সমগ্র জাতিকে উৎসবের উপলক্ষ তৈরি করে দেবে।
বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, ম্যানেজার, কর্মকর্তা ও কোচদের জন্য দোয়া এবং শুভ কামনা রইল।