খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

বিসিবিকে হান্নান সরকারের বিদায়; কোচিং ক্যারিয়ারের সূচনা

জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সবমিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু, সর্বশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও। গতকাল (শনিবার) আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নির্বাচকের পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।

নির্বাচকের পদ ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন হান্নান সরকার। এবার তাকে নতুন ভূমিকায় দেখা যাবে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন হান্নান। এ সম্বন্ধে তিনি জানিয়েছেন,

‘গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি। এই মাসের শেষ পর্যন্ত (নির্বাচক পদে) আছি আরকি। এখন কোচিংয়ে মনোনিবেশ করব ডিপিএল দিয়ে। কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখন দেখা যাক।’

হঠাৎ কেন এমন সম্মানের চাকরি ছাড়লেন এমন প্রশ্নে হান্নান বলেন,

‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

তবে হুট করেই নয়, বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান,

‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

নির্বাচকের চাকরি অনেক সম্মানের, যে কারণে এই পদ ছাড়তে চায় না অনেকেই। তবুও এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ খোলাসা করে হান্নান জানান,

‘এক বছর ন্যাশনাল সিলেক্টর ছিলাম। তার আগে আমি বয়সভিত্তিক দলের সিলেক্টর ছিলাম আট বছর। তো সব মিলে আমার ৮ বছর ৮ মাসের ক্যারিয়ার। ওই জায়গাটা আমি খুব ভালো এনজয় করেছি। একটা স্টেজে আসার পরে মনে হয়েছে যে আমার এখন চিন্তা করার সময় এসেছে। তো এটা সাহসী নাকি দুর্বল সিদ্ধান্ত জানি না। আমি চিন্তা করছিলাম আমার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। এ কারণেই আমি তিন মাস ধরে চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছি।’

নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে যুব বিশ্বকাপ এবং দুটি যুব এশিয়া কাপ জিতেছেন হান্নান। এ ছাড়া এর আগে তিনি কাজ করেছেন বিপিএলের রাজশাহী ফ্র্যাঞ্চাইজির (২০১২, ১৩, ১৬ ও ১৭ মৌসুমে) সহকারী কোচ এবং ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ হিসেবে। এ ছাড়া তিনি বিসিবির এইচপি (হাই-পারফরম্যান্স) ইউনিট, এনসিএল, বিসিএলেও কোচিং করিয়েছেন। কোচিং ক্যারিয়ার শুরুর আগে ২০১০–১১ সালে বিসিবির লেভেল ১-২ দুটি কোর্স করেছিলেন হান্নান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy