খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

প্লে-অফে না গিয়ে যেন হাফ ছেড়েই বাঁচলেন রাজশাহীর মালিক!

দুর্বার রাজশাহী অনিয়মের নিত্য নতুন দৃষ্টান্ত স্থাপন করতে মোটেই কার্পণ্যবোধ করতে রাজি নয়। গতকালই নিশ্চিত হয়েছে এবারের আসরে প্লে-অফে যাওয়া হচ্ছে না তাদের। স্বাভাবিকভাবেই দলের ক্রিকেটারদের এবার টিম হোটেল থেকে বিদায় নেয়ার পালা। কিন্তু সেটাও যেন সহজে সম্ভব হচ্ছে না। এতদিন ধরে খেলোয়াড়দের বকেয়া বেতন নিয়ে একের পর এক যে নাটক চলে আসছিলো এবার তাতে যোগ হলো আরও একটি পর্ব। দলটির ৫ জন বিদেশি ক্রিকেটার আছেন টিম হোটেলে, যারা বকেয়া বেতন হাতে না পাওয়ার কারণে নিজ দেশেই ফিরে যেতে পারছেন না।

আর এসব বিষয় নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির জিম্বাবুয়ের তারকা রায়ান বার্ল। জানিয়েছেন পাঁচ ক্রিকেটারের কেউই এখন পর্যন্ত নিজ দেশে ফেরার ফ্লাইট ধরতে পারেননি।

রায়ান বার্লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দলের বিদায় নিশ্চিত হলেও এখন পর্যন্ত দেশে ফেরার ফ্লাইট নিশ্চিত করতে পারেননি কেউই। দুর্বার রাজশাহীর ৫ বিদেশি ক্রিকেটারের কেউই হোটেল ছেড়ে যাননি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বেতন পরিশোধ করা হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

যদি রাজশাহীর টিম হোটেলের নাটকীয়তা এখানেই শেষ না। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হোটেলে বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি দেশি ক্রিকেটাররাও অবস্থান করছেন। দুর্বার রাজশাহীর এক দেশি ক্রিকেটার বলেন,

‘আমরা কমবেশি হোটেলেই আছি সবাই। আজ রাত পর্যন্ত সময় নিয়েছেন মালিক। রাতেই নগদ ক্যাশের মাধ্যমে টাকা দেওয়ার কথা। আমরা অপেক্ষা করছি।’

রায়ান বার্লের কাছে অবশ্য জানতে চাওয়া হয়েছিল, ঠিক কত শতাংশ টাকা দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। তবে এই প্রশ্নের উত্তর জানাননি জিম্বাবুয়ের এই ক্রিকেটার।

উল্লেখ্য, গতকাল (শনিবার) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন,

‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy