খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২রা আগস্ট ২০২৫

বিপিএলে একসঙ্গে আম্পায়ারিংয়ে নামছেন দুই ভাই

ক্রিকেট মাঠে দুই ভাইয়ের একসঙ্গে খেলা মোটামুটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। তবে দুই ভাইকে আম্পায়ারিংয়ে দেখা যায়না খুব একটা। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে। তেমনি একটি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে আজকের (বৃহস্পতিবার) বিপিএল ম্যাচে। দেশের ক্রিকেটে প্রথমবার দুই ভাই একসঙ্গে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। দিনের দ্বিতীয় ম্যাচে দেখা যাবে আলী আরমান রাজন ও কামরুজ্জামান লিমনকে।

আজ সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে চিটাগাং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স। ওই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আলী আরমান রাজন এবং কামরুজ্জামান লিমন চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাবেন। লিমন-রাজন দুজন আপন ভাই। তারা দেশের ক্রিকেট এবং বিপিএলেও প্রথমবারের মতো একসঙ্গে ম্যাচ পরিচালনার রেকর্ড গড়তে চলেছেন।

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনার নজির রয়েছে, যদিও সেটি হাতে গোনা কয়েকবার। ২০১১ সালে একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন দক্ষিণ আফ্রিকার বোল্যান্ডার ইরাসমাস ও কাইল হোল্ডস্টক। ইরাসমাস তিন ফরম্যাটেই দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আর এই এক্ষেত্রে হোল্ডস্টকের অভিষেকই হয় ২০১১ সালে। অন্যদিকে, একই ম্যাচে না হলে সমসাময়িক কালে ভিন্ন ম্যাচ পরিচালনার ঘটনা আছে আরও কয়েকটি ভাই জুটির।

বাংলাদেশের ক্রিকেটে প্রথমবার একসঙ্গে ম্যাচ পরিচালনা করতে যাওয়া রাজন-লিমন দুইভাই তাদের অনুভূতি জানিয়েছেন। লিমন বলেন,

‘আমার বড় ভাই (রাজন) আজ টিভি আম্পায়ার হিসেবে থাকবে এবং আমি থাকব চতুর্থ আম্পায়ার হিসেবে। আমার জানামতে দুই ভাই এরকম কোন দেশেই এভাবে আম্পায়ারিং করে নাই। ঢাকা প্রিমিয়ার লিগে আমারা একসঙ্গে ফিল্ড আম্পায়ারও ছিলাম। দুই ভাই যখন আম্পায়ারিং শুরু করি একসঙ্গেই কোয়ালিফাই করছিলাম।’

তিনি আরও বলেন,

‘দুজনের জার্নিটা একসঙ্গে চলছে আলহামদুলিল্লাহ। নিজেরা সবসময় নিজেদের ভেতর কথা বলি এবং কাজগুলো করতে পারি একই সাথে। এ নিয়ে নিজেদের মধ্যেও ভালো লাগা কাজ করে। ভাই ভালো করলে ভালো লাগে, আমি ভালো করলেও উনি প্রশংসা করে।’

একই সুখানুভূতি বড় ভাই রাজনের কণ্ঠেও,

‘আম্পায়ারিং এতদিন ধরে একসঙ্গে করছি, কিন্তু এই প্রথমবার বিপিএল ম্যাচে থাকব। অনেক ভালো লাগার ব্যাপার এটা। বাংলাদেশ ইতিহাসে প্রথম যে দুই ভাই একসাথে ম্যাচ (পরিচালনা) করতেছে। যে কারণে পরিবারেও অন্যরকম আনন্দ দেখা যাচ্ছে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy