সাজিদ-নোমান জুটিতে লণ্ডভণ্ড ক্রেইগ ব্র্যাথওয়েট বাহিনী
সদ্য শুরু হওয়া পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তানের পুঁজি খুব বেশি ছিল না। তা সত্ত্বেও ৯৩ রানের বড় লিড পায় তারা। লিডের পুরো কৃতিত্ব দিতে হবে নোমান আলী ও সাজিদ খানকে। দুই স্পিনারের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৩৭ রানেই গুটিয়ে দেয় স্বাগতিকরা।পরে দ্বিতীয় দিন শেষ করে ২০২ রানের লিড নিয়ে।
কুয়াশার কারণে প্রথম দিনে মাত্র ৪১.৩ ওভার মাঠে গড়ায়। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান অলআউট হয় ২৩০ রানে। সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের পর আর কেউই সেভাবে লড়াই করতে পারেননি।
১৫৭ বলে ৬ চারে সর্বোচ্চ ৮৪ রান করে আউট হন শাকিল। অন্যদিকে ১৩৩ বলে ৯ চারে ৭১ রান করেন রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন জেইডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান।
জবাবে ব্যাটিংয়ে নেমে সফরকারী ওয়েস্ট ইন্ডিস দল এড়াতে পারেনি নোমান-সাজিদের ফাঁদ। কেবল ৩৯ রান খরচে ৫ উইকেট নেন নোমান। বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার এটি। চারটি উইকেট যায় সাজিদের ঝুলিতে। বাকি একটি শিকার করেন লেগ স্পিনার আবরার আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজকে অলআউটের পর ফের ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ৩ উইকেটে ১০৯ রান নিয়ে তারা দিনটি শেষ করে। এর মাঝেই ফিফটি তুলে নেন অধিনায়ক শান মাসুদ। তবে ৫২ রান নিয়ে রান আউটের শিকারে পড়তে হয় তাকে। কামরান গুলাম ৯ ও সৌদ শাকিল ২ রানে অপরাজিত আছেন।