খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ২রা ডিসেম্বর ২০২৫

আজ চীনকে হারালেই এশিয়া কাপে বাংলাদেশ!

এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে আজ (রোববার) চীনকে হারালেই আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এশিয়া কাপে উঠতে পারেনি। দুই ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হামজা-জামালরা।
সিনিয়ররা ব্যর্থ হলেও অনূর্ধ্ব-১৭ দল এশিয়ার মূলপর্বে খেলার খুব কাছাকাছি। 

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক চীন দুই দলের পয়েন্ট সমান ১২।
তাই আজ গ্রুপের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে চীনকে হারানোই বাংলাদেশের প্রধান লক্ষ্য।

দুই দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে।
বাংলাদেশ বিগত চার ম্যাচ খেলেছে চীনের স্থানীয় সময় বিকেল ৩টায়, আজকের ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যায়।

চীনের চংকিনে সন্ধ্যায় অনেক ঠান্ডা আবহাওয়া, যা বাংলাদেশের জন্য খানিকটা কঠিন পরিস্থিতি। হোম অ্যাডভান্টেজ পেতে চীন বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সন্ধ্যায় দিয়েছে।

৪ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২০টি, বিপরীতে স্রেফ এক গোল হজম করে। সমান ম্যাচে চীনের গোল ৩৮ এবং প্রতিপক্ষ তাদের জালে বল পাঠাতে পারেনি এখনও।

গোল ব্যবধানে এগিয়ে থাকায় চীন ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন।
তাই বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ বাছাই থেকে শুধু গ্রুপ চ্যাম্পিয়নই মূলপর্বে খেলবে।

আজ চীনকে হারালেই এশিয়া কাপে বাংলাদেশ!

শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে স্বাগতিক চীন। ফিফা র‌্যাঙ্কিংয়ে চীন সিনিয়র দল যেখানে ৯৩, সেখানে বাংলাদেশ ১৮০তম।
এরপরও নিজেদের সেরাটা দিয়ে এশিয়া কাপে খেলার স্বপ্ন অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের।

তিনি জানান,

‘আগের চার ম্যাচে আমরা জয় ছিনিয়ে এনেছি। বাহরাইনের ম্যাচটা অনেক কঠিন ছিল। এটা অঘোষিত ফাইনাল। যারা জিতবে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। চীন অনেক শক্তিশালী দল, তবুও চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে জিতে কোয়ালিফাই করতে।’

হামজা-জামালদের নিয়ে সিনিয়র দল মূল পর্বে জায়গা করে নিতে না পারায়, এখন বয়সভিত্তিক দলকে নিয়েই আশাবাদী দেশের ফুটবলপ্রেমীরা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy