খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

ফাহিমের পদত্যাগের দাবিতে ক্লাব সংগঠকদের আল্টিমেটাম!

বিসিবি পরিচালক পদ থেকে ফাহিমকে পদত্যাগের দাবিতে শক্ত অবস্থানে ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্লাবগুলো। দিয়েছে ঘরোয়া আসর বয়কটের হুমকি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য হিসেবে নানা রকম উদ্যোগ নিয়েছেন সংস্থটির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। খসড়া গঠনতন্ত্রে ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধি কমানোর যে প্রস্তাব তিনি রেখেছেন, তাও আর গোপন নেই।

ইতিমধ্যেই বিষয়টি চাউর হয়ে গেছে। সেই সঙ্গে ফুঁসে উঠেছেন ক্লাব কর্মকর্তারা।

গতকাল রাজধানীর এক হোটেলে একজোট হওয়া ক্রিকেট সংগঠকরা দিয়েছেন আলটিমেটামও। তারা অচিরেই গঠনতন্ত্রের বিতর্কিত এই প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

দাবি না মানা পর্যন্ত ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্লাবগুলো অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সামনের ঘরোয়া আসরগুলোও বয়কট করার হুমকি ক্লাব কর্মকর্তাদের।

ঘরোয়া লিগে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের আরেকটি শর্ত- বোর্ড পরিচালকের পদ থেকে ফাহিমের পদত্যাগ। তিনি পদত্যাগ না করলে ক্লাবগুলো ঢাকা লিগে খেলবে না। গতকাল নিজেদের মধ্যে সভার পর সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তগুলো জানিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু এবং ক্লাব কর্মকর্তা আদনান রহমান দীপন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy