প্রথমবারের মতো বাবা হলেন শামীম, সন্তানের জন্য চাইলেন দোয়া
জাতীয় দলের সাথে উইন্ডিজ সফর শেষে বিপিএলের চলতি আসরে চিটাগং কিংসের হয়ে মাঠের সময়টা দারুণ কাটছে শামীম হোসেন পাটোয়ারীর। সবকিছু মিলিয়ে সুখের সাগরেই অবগাহন করছিলেন শামীম। ঠিক তার সাথেই এবার যুক্ত হয়েছে মাঠের বাইরের সুসংবাদও। প্রথমবারের মতো বাবা হয়েছেন চিটিগাং কিংসের হয়ে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটার।

বাবা হওয়ার খুশির সংবাদটি নিজেই জানিয়েছেন তিনি। ২৪ বছর বয়সী ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,
‘আলহামদুলিল্লাহ, পুত্রসন্তান পেয়ে আমরা আনন্দিত। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, রক্ষা করুন এবং সচ্চরিত্রের অধিকারী করুন। তার এই জীবনযাত্রায় আপনাদের প্রার্থনা প্রার্থী।’
সহপাঠী ইয়োসরা নূরের সঙ্গে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন শামীম। এবারের বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ ব্যাটিংয়ের সুযোগ পেয়ে এক ফিফটিতে ১১১ রান করেছেন তিনি। তার দল চিটাগাংও হ্যাটট্রিক জয়ে ৬ পয়েন্টে দুইয়ে আছে। ১৪ পয়েন্টে শীর্ষে আছে রংপুর রাইডার্স।