খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

লিটনকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, থাকছে নতুন মুখ

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ফেরানোর চেষ্টা ছিল তামিম ইকবালকে। সেটি শেষ অবধি সম্ভব হয়নি। তবুও স্কোয়াডে জায়গা পাননি লিটন দাস। এই ওপেনারকে বাদ দিয়েই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন দাস। পুনেতে ভারতের বিপক্ষে ওই ম্যাচের পর ১৩ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি তিনি।

সাম্প্রতিক সময়ে অবস্থা ছিল আরও খারাপ। সবশেষ সাত ইনিংসে তার সর্বোচ্চ ছয় রান। এই সময়ে তিনবার আউট হয়েছেন শূন্যতে। শেষ অবধি তাকে অধারাবাহিকতার মূল্য চোকাতে হলো চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে না থেকে।

ওপেনার হিসেবে দলে সৌম্য সরকার ও তানজিদ হাসানের সঙ্গে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি তার।  বিপিএলের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। তবুও তার ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

স্কোয়াডে জায়গা পেয়েছেন চার পেসার। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম করা হাসান মাহমুদ সুযোগ পাননি। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবেন নাহিদ রানা।

বাঁহাতি স্পিনারের তালিকায় বরাবরই বাংলাদেশের ভরসা ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা ও নানা বাস্তবতার কারণে তার না থাকা ছিল অনুমিতই। তার জায়গায় নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে। আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজও।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান, নাহিদ রানা, নাসুম আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy