খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

শনির দশা সাকিবের পিছুই ছাড়ছে না, আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এক বছর!

বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় পাশ না করা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ সাকিব।

অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায় – এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবন যেনো এই প্রবাদের মতোই সত্য.!

টানা দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। পরবর্তী পরিক্ষায় পাশ করার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বল করতে পারবেন না তিনি। আপাতত ব্যাটার হিসেবেই সব ধরণের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে মিলবে তার দেখা। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

সম্প্রতি ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি।

জানা যায়, চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় সাকিবের কনুই ২৫ ডিগ্রি বা তার বেশি ভেঙেছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত তার কনুই বাঁকাতে পারবেন।

তবে চাইলেই সাকিব যেকোনো সময়েই বসতে পারবেন বোলিং একশন শোধরানোর পরীক্ষায়। কিন্তু এতে পাশ করলেও থাকবে নো বল ডাকার ঝুঁকি। আম্পায়ার নো ডাকলে, এক বছরের জন্য নিষিদ্ধ হবেন। এবং এই সময়ে কোনো পরীক্ষাই দিতে পারবেন না একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিং একশন শোধরানোর পরীক্ষায় পাশ করতে না পারার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সাকিবের থাকা হচ্ছে না।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সন্দেহের মুখে পড়েন সাকিব। এরপর প্রথমে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং একশনের পরীক্ষা দেন, সেই পরীক্ষায় পাশ করতে পারেননি। এবার দ্বিতীয়বারের মত এবার ফেল করলেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy