বাংলাদেশেই থাকছে নারী টি-২০ বিশ্বকাপ:আসিফ মাহমুদ
আগামী অক্টোবর মাসেই নারী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।অনেক আগে থেকেই বাংলাদেশকে এই টুর্ণামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সংকটের মুখে পড়ে এই টুর্নামেন্ট আয়োজন।তবে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মণ্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, বাংলাদেশেই হতে চলেছে এই আসর।
গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ নারী টি-২০বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়।তবে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আশস্ত করেছেন টি-২০ বাংলাদেশে রাখতে যা যা করা প্রয়োজন তা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।শনিবার আজকের প্রত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন,”আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি।আশা করি, এটা দেশের বাইরে যাবে না।দেশ গঠনের সময় যদি এইরকম কিছু ঘটে তাহলে সেটি আমাদের ভাবমূর্তির জন্য হবে ক্ষতিকর।”
এসময় ড.মুহাম্মদ ইউনুস থাকার কারণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আসিফ বলেন,”আমাদের সৌভাগ্য ইউনুস স্যার আছেন সাথে।আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন তার কিছু কিছু সচিবের কাছে শুনেছি।আমি সচিবের সাথে বসবো।মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেবো।”
এসময় আসিফ আরো বলেন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ইউনুস স্যার আমাদের সাথে আছেন,যিনি নিজেও ক্রীড়াপ্রেমী।তার সাথে কথা বলে আশা করি বাংলাদেশেই নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে পারবো।
এসময়ের বিসিবি ও বাফুফের সহ দেশের ক্রীড়াসংস্থা গুলোর পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তা নিয়ে তেমন কোনো মতামত প্রকাশ করেননি অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।