লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হারের স্বাদ ভোলার আগে এবার লা লিগাতেও ধাক্কা খেল মাদ্রিদের ক্লাবটি। রায়ো ভায়েকানোর বিপক্ষে তাদের মাঠে একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত হোঁচট খেল রিয়াল।
গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি দাপট দেখালেও দারুণ খেলে তাদের ঠিকই রুখে দিয়েছে ভায়েকানো।
এই ড্রয়ের পরও অবশ্য শীর্ষ স্থান অক্ষুণ্ন থাকছে রিয়ালের। ১২ ম্যাচে ১০ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৩১।
সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভিয়ারিয়াল।
আজ রাতের অন্য ম্যাচে তিনে থাকা বার্সেলোনা নামবে সেল্তা ভিগোর বিপক্ষে।
ম্যাচটিতে বার্সা জিতলে ভিয়ারিয়ালকে টপকে দুইয়ে উঠে আসবে। পাশাপাশি রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়ে আনতে পারবে।
পাশাপাশি রক্ষণেও বেশ দৃঢ়তা দেখিয়েছে ভায়েকানো।
বিশেষ করে বাঁ প্রান্ত দিয়ে একাধিকবার বক্সে ঢোকা ভিনিসিয়ুস জুনিয়রকেও আটকে দিয়েছে, কাছাকাছি গিয়েও তাই হতাশ হতে হয়েছে রিয়ালকে।
বিপরীতে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ভায়েকানোরও।
কিন্তু আগে গোল করে রিয়ালকে চাপে ফেলার সুযোগটা নিতে পারেনি তারাও। গোলশূন্য সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর অবশ্য শুরু থেকেই আধিপত্য ছিল রিয়ালের।
ভায়েকানোর রক্ষণের আশপাশে বল রেখে একের পর আক্রমণে স্বাগতিকদের কাঁপিয়ে দিতে থাকে। কিন্তু বারবার চেষ্টা করেও স্বাগতিকদের রক্ষণ-দেয়াল ভাঙতে পারছিল না আলোনসোর শিষ্যরা।
অন্যদিকে এ পরিস্থিতিতে ভায়েকানো নির্ভর করছিল মূল প্রতি-আক্রমণের ওপর।
এই কৌশলে এক-দুইবার রিয়ালকে চমকেও দিয়েছিল। কিন্তু গোলের জন্য এটুকু প্রচেষ্টা একেবারেই যথেষ্ট ছিল না।
শেষ পর্যন্ত চেষ্টা করেও কোনো দল গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
২৪ নভেম্বর লা লিগায় রিয়াল পরের ম্যাচ খেলবে এলচের বিপক্ষে।


