ছেলেদের ম্যারাথনে সোনা জিতল ইথিওপিয়া
প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের দুই সপ্তাহ আগে চোটে পড়েন ইথিওপিয়ার অ্যাথলেট সিসে লেমা। তার পরিবর্তে প্যারিসে আসেন সতীর্থ তামিরাত তোলার। এই তামিরাতই ছেলেদের ম্যারাথনে অলিম্পিক রেকর্ড গড়ে জিতলেন সোনা।
আসরের ১৫তম দিনে ছেলেদের ম্যারাথনে তামিরাত সময় নেন ২ ঘণ্টা ০৬.২৬ মিনিট। এর আগে পুরুষ ম্যারাথনে এত কম সময়ে ম্যারাথন শেষ করতে পারেননি কোনো দৌড়বিদ।
রুপা জিতেছেন সোমালি বংশোদ্ভুত বেলজিয়ামের দৌড়বিদ বশির আবদি। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ০৬. ৪৭ মিনিট। কেনিয়ার বেনসন কিপরুতো জিতেছেন ব্রোঞ্জ। ২ ঘণ্টা ৭ মিনিট সময় নেন তিনি।