খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেলো বাংলাদেশ

এক সময় নিয়মিত এশিয়া কাপ আয়োজন করতো বাংলাদেশ।তবে ২০১৬ সালের পর দীর্ঘ সময় ধরে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হতে পারেনি বাংলাদেশ। তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।২০২৭ সালের এশিয়া কাপের ওয়ানডে ভার্সন অনুষ্ঠিত হবে বাংলাদেশে।এমনটাই জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
বাংলাদেশের জন্য এশিয়া কাপ আয়োজন ছিলো একসময়ের রুটিন কাজের মতোই।২০১২,১৪ ও ১৬ সালে টানা ৩বার এশিয়া কাপ আয়োজন করে তারা।২০১১ থেকে ২০১৪সময়ের মধ্যে যৌথভাবে ওয়াল্ডকাপও আয়োজন করেছিলো বাংলাদেশে।তবে এইবার ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশে বসতে যাচ্ছে এশিয়া কাপ।তাই নিঃসন্দেহে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির জন্য দারুণ সুযোগ এটি।ঐ টুর্নামেন্টে ৭ টি দলের মোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা জানায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।ভারত -পাকিস্তান ছাড়াও অংশ নেবে শ্রীলঙ্কা,আফগানিস্তান।এছাড়াও আসরে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

তবে এর আগে ২০২৬ টি-২০ বিশ্বকাপকে সামনে টি-২০ সংস্করণের এশিয়া কাপ আয়োজন করবে ভারত।দুই আসরেই ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy