যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে প্যারিস অলিম্পিকসের সেমি-ফাইনালে মরক্কো
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো। ২০২২ ফুটবল বিশ্বকাপের পর এবার অলিম্পিকেও চমক দেখালো মরক্কো ফুটবল দল। আজ অলিম্পিকে পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মরক্কো ৪-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠল মরক্কো।
অলিম্পিকে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনাকে হারিয়ে শুরু করেছিল মরক্কো। তবে এরপর তারা হেরে গিয়েছিল ইউক্রেনের বিপক্ষে। তবে গ্রুপের শেষ ম্যাচে ইরাককে হারিয়ে সেরা হয়েই ওঠে কোয়ার্টারফাইনালে।
পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে সুফিয়ান রাহিমি গোল করলে এগিয়ে যায় মরক্কো। নাথান হারিয়েল রাহিমিকে বক্সে ফেলে দিলে পেনাল্টিটি পায় মরক্কো। এবারের অলিম্পিকে রাহিমির এটি পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় মরক্কো। ৬৩ মিনিটে ইলিয়াস আখোমাচ ব্যবধান বাড়ান। ৭০ মিনিটে স্কোর ৩-০ করেন পিএসজিতে খেলা আশরাফ হাকিমি।
ম্যাচের ৮৮ মিনিটে আবারও নাথানের কারণে পেনাল্টি পায় মরক্কো। এবার যুক্তরাষ্ট্রের এই রাইটব্যাক বক্সে হ্যান্ডবল করেন। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করেন মেহদি।