খেলার মাঠে সবার আগে
Nsports-logo

রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪

আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে কোপার পর্দা নামছে কাল

দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ট্রফি খরা কাটায় আর্জেন্টিনা।একই বছর ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসমা এবং সবশেষ ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় লিওনেল স্কালোনির শীষ্যরা।বর্তমান সময়ে বৈশ্বিক টুর্নামেন্ট মানেই যেনো আর্জেন্টিনার সাফল্য।তবে আর্জেন্টিনার সামনে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ। আগেই অবসর ঘোষণা দিয়ে রাখা দি মারিয়া জন্য ট্রফি জিততে চান মেসিরা।অন্যদিকে এইবারের আসরে সবচেয়ে সফল দল বলা হচ্ছে কলম্বিয়াকে।এইবারের আসরে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি তারা।তাই তো নিঃসন্দেহে বিশ্বচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হামেস রদ্রিগেজরা।বাংলাদেশ সময় ১৫জুলাই সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাঠে গড়াবে ম্যাচটি।

২০২১ সালের পর থেকেই যেনো একপ্রকার উড়ছে আর্জেন্টিনা।ইউরোপ কিংবা লাতিন আমেরিকার সবখানেই চলছে তাদের বিজয় উল্লাস।এইবারের আসরেও দুর্দান্ত আর্জেন্টিনা।এখনো পর্যন্ত অপরাজিত থেকেই ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।মেসি,দি মারিয়া,আলভারেজরা রয়েছে দুরন্ত ছন্দে।মাঝ মাঠের প্রাণ দি-পল,পারাদেসরা দেখাচ্ছেন আশার আলো।তাই তো নিজেদের ১৬তম শিরোপা জিতার ব্যাপারে বেশ আশাবাদী ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।দি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচটি ট্রফি দিয়েই রাঙিয়ে রাখতে চায় মেসিরা।

 

অন্যদিকে এইবারের আসরের সবচেয়ে ভালো দল বলা হচ্ছে কলম্বিয়া।রোড টু ফাইনালের হিসাবে চোখ বুলালেই তা প্রমাণ হয়ে যায়।গ্রুপপর্বে তাদের খেলতে হয়েছে ব্রাজিলের মতো জায়ান্ট দলের সাথে।সবশেষ সেমিতে ১০ জনের দল নিয়েও উড়িয়ে দিয়েছে এইবারের আসরের হট ফেভারিট উরুগুয়েকে।তাই নিঃসন্দেহে আর্জেন্টিনাকে নির্ভার থাকতে দিবে না তারা একথা বলাই যায়।


যদিও অতীত পরিসংখ্যানে যোজন যোজন এগিয়ে মেসিরা।দু-দুলের ৪৩ বারের দেখায় আর্জেন্টিনার ২৬ জয়ের বিপরীতে কলম্বিয়ার জয় মাত্র ৯ টিতে।দু-দল পয়েন্ট ভাগাভাগি করেছে ৮ বার।তবে কলম্বিয়ার জন্য স্বস্তির কারণ হতে পারে তাদের সাম্প্রতিক ফর্ম।২০২২ সালের পর থেকে এখনো হারের মুখ দেখেনি তারা।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কলম্বিয়া।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy