দাপুটে জয়ে ফাইনালে জোকোভিচ
লরেঞ্জো মুসেত্তিকে সরাসরি সেটে উড়িয়ে চলমান উইম্বলডনের ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। শুক্রবার সেন্টার কোর্টে দ্বিতীয়-সেমি-ফাইনালে ৬-৪, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে জিতেছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্ব তারকা
জোকোভিচ এখন উইম্বলডনের পুরুষ এককের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ফেদেরারের কীর্তি ছোঁয়া থেকে আর এক জয় দূরে। যেখানে আগামী রবিবার ফাইনালে কার্লোস আলকারাসকে হারালেই অষ্টম শিরোপার স্বাদ পাবেন তিনি।
এর আগে প্রথম সেমিফাইনালে পঞ্চম বাছাই দানিল মেদভেদেভকে হারিয়েছেন ২১ বছর বয়সী আলকারাস ফাইনালে ওঠেন।
এদিকে গত উইম্বলডনের ফাইনালে ওই সময়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েই প্রথমবার এখানে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন আলকারাস। এরপর তিনি জিতেছেন গত মাসের ফরাসি ওপেনও, যেটা তার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।