আবারো ইউরো ফাইনালের লক্ষ্যে রাতের নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড
নামে বড় দল হলেও সাফল্য সে কথা বলে না এমন দুদলের দেখা হচ্ছে রোড টু সেমিফাইনালে। ইংল্যান্ড নেদারল্যান্ড দু দলই দীর্ঘদিন হল কোন মেজর ট্রফি জিতে না। ডাচদের সামনে তিন দশকের আক্ষেপ গোছানোর পালা। আর অন্যদিকে গতবার ইউরোতে ফাইনালে গিয়েও ট্রফি ঘরে তুলতে পারিনি ইংলিশরা।সেমিফাইনালের বিগ ম্যাচে মুখোমুখি হয়ে কোন দল পাবে বার্লিনের টিকেট জানা যাবে আজ রাতে। ডটমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দু দল।
এবারের আসরে এখন পর্যন্ত দুর্দান্ত সময় কাটছে ডাচদের।সবম্যাচেই ৯০ মিনিটে এসেছে জয়।তবে তাদের রক্ষণ দুর্বলতাও চোখে পড়ার মতো।এখন পর্যন্ত ৪ গোল হজম দিচ্ছে তারই প্রমাণ। আর তাদের এই দুর্বলতার সুযোগকে কাজে লাগাতে চাইবে থী-লায়নরা।তবে ডাচদের দুশ্চিন্তার কারণ ভ্রমণ ক্লান্তি।
“ভ্রমণ নিয়ে এখন আর ভাবছিনা। এখন শুধু সেমিফাইনাল নিয়ে ভাবছি। ওরা জাতির জন্য স্পেশাল কিচু করতে চাই। তবে এখন পর্যন্ত আমি যা করেছি তানি আমি গর্বিত”:রোলান্ড কোম্যান
অন্যদিকে ইংল্যান্ডের এবারের যাত্রাটা ভালো -মন্দ মিশিয়ে। প্রতিবারই বিশেষ কোনো মেজর টুনামেন্ট শুরুর আগে ইংলিশ ভক্ত এবং ব্রিটিশ মিডিয়া রব তুলে ইট’স কামিং হোম।তবুও কেটে গেছে ৫৮ বছর ট্রফি ছাড়া।তবেই এরবার সাউথগেটের সামনে এলো ইতিহাস গড়ার সুযোগ। ব্যাক টু ব্যাক ইউরো ফাইনাল খেলতে চাইবে ইংলিশরা।এর আগে সুইজারল্যান্ডের সাথে টাইব্রেকারে এক কষ্টার্জিত জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে ইংলিশরা।তবে ইংলিশদের জন্য দুশ্চিন্তার কারণ অতীত পরিসংখ্যান।
দুদলের ২২ বারের দেখায় ৭ বারই জিতেছে ডাচরা অন্যদিকে ইংল্যান্ডের জয় ৬টিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ৯বারের দেখায় ১ জয় ইংল্যান্ডের। মেজর টুর্নামেন্টে এটি হতে যাচ্ছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের পঞ্চম দেখা।এর আগের ৪বারের দেখায় তিনবারই শেষ হাসি হেসেছে ডাচরা।
তবে সবকিছু ছাড়িয়ে ডর্টমুন্ডে এক রোমাঞ্চকর ম্যাচ যে হতে যাচ্ছে নিশ্চিন্তেই এ কথা বলা যায়।