রাত পোহালেই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা,এগিয়ে কারা?
রাত পোহালেই মাঠে গড়াবে কোপা আমেরিকার এইবারের আসরের প্রথম কোয়ার্টার ফাইনাল।আর সে ম্যাচে মুখোমুখি হবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ইকুয়েডর। ৫জুলাই শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭:০০মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।এখন পর্যন্ত গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে দাপটের সাথে পরের রাউন্ডে পা রাখে মেসিরা।অন্যদিকে ইকুয়েডরের চিত্রটা একইরম না হলেও তারাও বেশ ভালো খেলেই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে।কোয়ার্টের ফাইনালের আগে দেখা যাক দুইদলের সম্প্রতিক ফর্ম ও অতীত পরিসংখ্যান।
তুলনা করা হলে ইকুয়েডরের সঙ্গে বিস্তর ফারাকই মিলবে আর্জেন্টিনার। সেটা র্যাঙ্কিং হোক, সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা অতীত ইতিহাস।
প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ইকুয়েডরের সাফল্য নেই বললেই চলে। বিশ্বকাপে সর্বোচ্চ রাউন্ড অব সিক্সটিন ও কোপা আমেরিকায় দুবার চতুর্থ হওয়াই তাদের সেরা অর্জন। অন্যদিকে তিনটি বিশ্বকাপের পাশাপাশি আর্জেন্টিনা কোপা জিতেছে মোট ১৫ বার।
গত বছরের এপ্রিলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল আর্জেন্টিনা। এরপর আর নামার নামগন্ধ নেই। এখনও বহাল তবিয়তে এক নম্বরেই আছে লিওনেল স্ক্যালোনির দল। অন্যদিকে ইকুয়েডরের বর্তমান র্যাঙ্কিং ৩০। সর্বোচ্চ ১০ নম্বরে উঠার কৃতিত্ব দেখাতে পেরেছে তারা, সেটাও ২০১৩ সালে।
আর্জেন্টিনা ও ইকুয়েডর এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৪০ ম্যাচে। যার মধ্যে আলবিসেলেস্তেরা শেষ হাসি হেসেছে ২৪ ম্যাচে। ড্র ১১টি, ৫টিতে জিতেছে ইকুয়েডর। সর্বশেষ ১০ দেখায়ও আর্জেন্টিনা এগিয়ে। মেসির দল জিতেছে ৭ ম্যাচে, হেরেছে ১টিতে। ড্র ২।
তবে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তির কারণ মেসির ইঞ্জুরি। যদিও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে তাকে পাওয়ার আশা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির।অতীত ইতিহাস ও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে নিঃসন্দেহে বলা যায় আর্জেন্টিনায় পরিস্কার ফেভারিট।